সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৫২ পূর্বাহ্ন

কবিতাঃ ভিখারি

অহিদুজ্জামান টনি / ৫৬৬
প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

কবিঃ অহিদুজ্জামান টনি

ভিখারি আমি এক ভিখারি
এসেছি তোর দোরে
দোহাই তোর
ফিরিয়ে দিসনে মোরে।

দেনা মোরে
এক মুঠো চাল
না হলে অনাহারে
থাকতে হবে কাল।

সকলের কাছে হাত পাতি তবু চেয়ে দেখ
ফাঁকা মোর ঝোলা
তোদের তো আছে মাঠ
ভরা ফসল ধান ভরা গোলা।

আমার মুখের পানে চেয়ে তোদের হৃদয়ে দেয় না কো দোলা
আমার সামনে অন্য পেল বাড়ির একটি কুকুর
তবু আমি ভিক্ষা পেলাম না
হলো সকাল পেরিয়ে দুপুর।

মনে মনে ভাবি মানুষ হয়ে করিলাম কি ভুল
হে আমার প্রভু
এর থেকে বানাই তে যদি মোরে পশু
কারণ একটি কুকুর কে খেতে দিলে করেনা।

কোনো বাওয়াল
তবে এক মুঠো ভিক্ষা দিতে
করে শত শত সাওয়াল
বলে আজ কেনো করো ভিক্ষা।

বলি বাবু সন্তান কে দিতে পারিনি
হয়তো সু শিক্ষা
তাই অন্যের কথা শুনে আঘাত করে মোরে
আর আমায় করতে হয় ভিক্ষা।


এই শ্রেণীর আরো সংবাদ