HEADLINE
জনগণের ক্ষতি করে কোনো কাজ করা যাবে না- ঝাউডাঙ্গায় বেত্রবতী নদী খনন কাজ পরিদর্শনে এমপি রবি সাতক্ষীরার উৎপাদিত টমেটো যাচ্ছে রাজধানী’সহ দেশের বিভিন্ন এলাকায় সাতক্ষীরা সীমান্তে অপরাধ দমনে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক ঝাউডাঙ্গা হাইস্কুল জামে মসজিদের ওযুখানা নির্মাণ কাজ উদ্বোধন শ্যামনগরে বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু কাশ্মিরি ও থাইআপেল কুল চাষে সফল সাতক্ষীরার মিলন ঝাউডাঙ্গা সড়কে বাস উল্টে ১০জন আহত ঝাউডাঙ্গায় জমকালো আয়োজনে শুরু হচ্ছে পৌষ সংক্রান্তি মেলা কালিগঞ্জে শীতার্ত মানুষের পাশে ”বিন্দু” মাদ্রাসা শিক্ষক শামসুজ্জামানের বিরুদ্ধে ফের ছাত্র বলাৎকারের অভিযোগ
মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন

কবিতাঃ প্রকৃতির খেলা

অহিদুজ্জামান টনি / ৩১৯
প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২

প্রকৃতির খেলা

কবিঃ অহিদুজ্জামান টনি

সুন্দর ঝকঝকে ছিল গগন,
ছিলো নিল আর সাদার মিশ্রন ,
চার পাশে ছিলো শষ্য শ্যামল ,
পুষ্প গুলো ছিল কোমল ,
হঠাৎ যেন নিদ্রায় ন্যায়
দেখিলাম সপন ।
দেখলাম যেনো প্রকৃতির লিলা খেলা ,,
গগনে ভাসিতেছে কাল মেঘের ভেলা ।
ভুবন জুড়ে ঘন আঁধার,,
বন্দর হলো খোলা ছিল যতো দার ।
ফুরায়লো বাতির আলো,
চারিদিকে ভুতুড়ে কালো ।
হঠাৎ শুরু হলো ঝড় বৃষ্টি ,,
বাহিরে দিয়েছি কর্ণ আর দৃষ্টি ।
ঝড় করিতেছে সব লয় ,,
চাহিয়া করিতে লাগিল ভয় ।
কর্ণে ভাসিতেছে আওয়াজ শাই শাই,,
মনে নাহি পাইলাম বল,,
কোনো দার খোলা নাই ।
চারিদিকে জল করিতেছে টলমল ।
বৃক্ষ গুলো মাথা তুলিতে নাহি পারে ,
লড়িতেছে মোদের লাগি ঐ উদ্দাম ঝড়ে ।
ঝড় দারে দারে কড়া নাড়ে ,,,
কিছু ঘর লুটিয়া গেছে জমিনে ।
খনেক আগেই তো সব চুপচাপ ছিলো
এখন বাজে হাহাকার ,,
ছিলো মাঠ ভরা ফসল
চাষিদের সকল কষ্ট হয়েছে বেকার ।
যেথায় ছিলো পুষ্প ভরা ,,
সেখানে আজ ঝরা পাতা ।
যাদের ঘর ছিলো ,
তারা আজ ঘর ছাড়া বানজারা ,,
অনেক পাখি খাঁচা ছাড়া ।
তবে আশায় থাকি আবার আসবে নতুন দিন
জ্বলিবে আলো ,,
ফুরাবে সকল কালো ।
সূর্য এসে নাড়িবে কড়া ,,
আসিবে নতুন বেলা ।।


এই শ্রেণীর আরো সংবাদ