HEADLINE
সাতক্ষীরার পর এবার মাগুরার সিভিল সার্জনের বিরুদ্ধে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ! কলারোয়ায় এক কৃষকের ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন : বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ৫ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত ৫ সাতক্ষীরা সীমান্তে নয়টি স্বর্ণের বার’সহ চোরাকারবারি আটক সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আশাশুনির কোপাত বাহিনীর প্রধান কারাগারে
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন

কবিতাঃ প্রকৃতির খেলা

অহিদুজ্জামান টনি / ৭০৪
প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২

প্রকৃতির খেলা

কবিঃ অহিদুজ্জামান টনি

সুন্দর ঝকঝকে ছিল গগন,
ছিলো নিল আর সাদার মিশ্রন ,
চার পাশে ছিলো শষ্য শ্যামল ,
পুষ্প গুলো ছিল কোমল ,
হঠাৎ যেন নিদ্রায় ন্যায়
দেখিলাম সপন ।
দেখলাম যেনো প্রকৃতির লিলা খেলা ,,
গগনে ভাসিতেছে কাল মেঘের ভেলা ।
ভুবন জুড়ে ঘন আঁধার,,
বন্দর হলো খোলা ছিল যতো দার ।
ফুরায়লো বাতির আলো,
চারিদিকে ভুতুড়ে কালো ।
হঠাৎ শুরু হলো ঝড় বৃষ্টি ,,
বাহিরে দিয়েছি কর্ণ আর দৃষ্টি ।
ঝড় করিতেছে সব লয় ,,
চাহিয়া করিতে লাগিল ভয় ।
কর্ণে ভাসিতেছে আওয়াজ শাই শাই,,
মনে নাহি পাইলাম বল,,
কোনো দার খোলা নাই ।
চারিদিকে জল করিতেছে টলমল ।
বৃক্ষ গুলো মাথা তুলিতে নাহি পারে ,
লড়িতেছে মোদের লাগি ঐ উদ্দাম ঝড়ে ।
ঝড় দারে দারে কড়া নাড়ে ,,,
কিছু ঘর লুটিয়া গেছে জমিনে ।
খনেক আগেই তো সব চুপচাপ ছিলো
এখন বাজে হাহাকার ,,
ছিলো মাঠ ভরা ফসল
চাষিদের সকল কষ্ট হয়েছে বেকার ।
যেথায় ছিলো পুষ্প ভরা ,,
সেখানে আজ ঝরা পাতা ।
যাদের ঘর ছিলো ,
তারা আজ ঘর ছাড়া বানজারা ,,
অনেক পাখি খাঁচা ছাড়া ।
তবে আশায় থাকি আবার আসবে নতুন দিন
জ্বলিবে আলো ,,
ফুরাবে সকল কালো ।
সূর্য এসে নাড়িবে কড়া ,,
আসিবে নতুন বেলা ।।


এই শ্রেণীর আরো সংবাদ