HEADLINE
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অভিযোগ করে বিপাকে পরিবার সাতক্ষীরায় প্রায় ৩ কোটি টাকার এলএসডি ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ভোমরা স্থলবন্দর দিয়ে সাড়ে ৩শ’ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়লো ৩শ কেজির শাপলা মাছ সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে নারীর ভূমিকা সাতক্ষীরায় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ ঔষধ জব্দ, আটক ২ আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র সুন্দরবনে পর্যটকসহ সকল ধরনের প্রবেশ ৩ মাসের জন্য বন্ধ সাতক্ষীরা পৌর মেয়র চিশতীকে দায়িত্বভার বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:৪৩ অপরাহ্ন

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

মোমিনুর রহমান সবুজ / ৩১১৮
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

সাতক্ষীরা  সদর উপজেলার আলীপুরে ট্রাক চাপায় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০শে নভেম্বর) সন্ধ্যা ৭ টায় আলিপুর নাথপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর আলীপুর ইউনিয়নের চাপারডাঙ্গি গ্রামের মহিদ সরদারের ছেলে রাসেল (১৬)।

সে আলীপুর হাটখোলা হতে মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে নাথপাড়া মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক (ঢাকা-মেট্রো-ড-১৪-৬২০১) তাকে চাপা দেয়। দূর্ঘটনার সাথে সাথে ঘটনা স্থলে কিশোর রাসেলের মৃত্যু হয়। এ সময় রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সদর থানা পুলিশ যানজট নিয়ন্ত্রণ সহ লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছিল।

এর আগে, একইদিন মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের নলতা চৌমুহুনীতে ইজিবাইকের ধাক্কায় রাস্তায় পড়ে যাওয়া এক মোটর সাইকেল আরোহীর বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়।

নিহতের নাম উত্তম কুমার ঘোষ। সে শ্যামনগর উপজেলার ব্রহ্মশাসন গ্রামের পঞ্চানন ঘোষের ছেলে। নিহতের চাচাত ভাই জয়নাল ঘোষ জানান, উত্তম মোটর সাইকেলে সাতক্ষীরা থেকে বাড়ি ফেরার সময় কালিগঞ্জের নলতা চৌমুহুনীতে একটি ইজিবাইইকের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে উল্টে রাস্তার উপর পড়ে গেলে সাতক্ষীরাগামি যাত্রীবাহি বাস সাতক্ষীরা- জ-১১-০০৫০ তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত উত্তম ঘোষের লাশ উদ্ধার করা হয়েছে।


এই শ্রেণীর আরো সংবাদ