সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:২০ পূর্বাহ্ন

কবিতা: নববর্ষের অঙ্গীকার, মুছে যাবে অন্ধকার

রাজু ঘোষ / ২৮৬
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

কবি: রাজু ঘোষ

একটা বিপ্লব দরকার সেটা চে গুয়েভরা মাস্টার দা সূর্যসেন দের থেকে ও বড় বিপ্লব দরকার,

যেটার শুরু শেখ হাসিনার হাত ধরেই শুরু হওয়া দরকার।

একটা বিপ্লব দরকার যেটা সমাজের চলে আসা সিস্টেম গুলোকে বদলানোর জন্য,

একটা বিপ্লব দরকার বাঙালি চেতনা ৭২এর সংবিধান বাস্তবায়নের জন্য,

একটা বিপ্লব দরকার সকল সেবাখাত কে সেবার মহান উদ্দেশ্য পূরণের জন্য, শুধু টাকা রোজগারের জন্য পেশা নয়,

একটা বিপ্লব দরকার দূর্নীতিবাজদের পায়জামা খুলে দেয়ালে ছবি দিয়ে চোর নাম লেখার জন্য,

একটা বিপ্লব দরকার অসামপ্রদায়িক জাতি গঠনকরে বিশ্বের বুকে বাঙালি হিসাবে গর্ব করে পরিচয় দেওয়ার জন্য,

একটা বিপ্লব দরকার ভবিষ্যৎ প্রজন্ম কে সুরক্ষায় রাখার জন্য সকল অশুভ শক্তিকে বিনাশ করার জন্য,

একটা বিপ্লব দরকার জাতি হিসাবে রাষ্ট্র হিসাবে ৫২তম বছরে বিশ্বের বুকে মাথা উচুঁ করে কথা বলবার জন্য,

একটা বিপ্লব দরকার মেধা মননে প্রজ্ঞা চিন্তায় সৃষ্টিশীল কর্ম কে বাচিঁয়ে রাখার জন্য,

একটা বিপ্লব দরকার বাংলাদেশ কে সোানর বাংলায় রুপান্তারিত করে সকল নাগরিকের মুখে হাসি ফুটানোর জন্য।
অশুভ শক্তি চাটুকার গোপালভাড় তৈলবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় হোক নতুন বছরের অঙ্গীকার।


এই শ্রেণীর আরো সংবাদ