HEADLINE
সাতক্ষীরায় অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন বর্তমান বিশ্বে মানবধিকার বিপর্যয়ের মুখে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে কঠোর ব্যবস্তaবিভাগীয় কমিশনার খুলনা সাতক্ষীরায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারি আটক সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আটক চোরাচালানের স্বর্গরাজ্য এখন সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা! ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মৃ*ত্যু
রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:৩২ অপরাহ্ন

বড্ডালের হাটঃ একটি প্রাচীন অতীত

জাকির হোসেন রাজু / ১৬৯
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

আপনি ধরেন কারো পায়ে পাড়া দিলেন, আমার এলাকায় অবশ্যই আপনাকে শুনতে হবে “বড্ডালের হাটে যাসনি”? বড্ডালের হাট এর সত্যিকারের নাম হচ্ছে বড়দালের হাট, আমি আমার ৩০ বছরের জীবনে এই হাটের নাম শত শত বার শুনলেও যাওয়া হয়ে ওঠেনি সেখানে। এবারের লম্বা ছুটিতে আমি অনেক যায়গা ঘুরে বেড়িয়েছি তার মধ্যে এই হাট খানা ছিলো। অনেকেই হাট এর নাম শুধু বইতেই পড়েছেন আর গাবতলি গরুর হাটের কথা টিভিতে দেখেছেন, কিন্তু বড়দালের হাটের ঐতিহ্য সাতক্ষীরার ও খুলনার দক্ষিণাংশে সমাদৃতই না শুধু বহুল চর্চিত ছিলো একটা সময়। আশাশুনি উপজেলার বড়দাল গ্রামে আরপাংগাসিয়া নদীর তীরে এই হাট কবে থেকে শুরু সে ইতিহাস জানা যায় না তবে আমার দাদার দাদা ও এই হাট দেখেছে বলে জেনেছি। এক সময়ের রবিবার সারাদিন ব্যাপি ব্যাপ্তি এই হাটের পরিধি কমে এসেছে আজ। সারাদিন নিত্যদিনের প্রয়োজনীয় জীনেসের সাথে কাপড়চোপড়, বইপত্র, বৃহত্তর কাচা বাজার, নানান মাছের বাজার, মাটির হাড়িপাতিল, বাঁশের জিনিসপাতি, ভ্রাম্যমাণ রেস্টুরেন্ট, বিশাল পানশুপারির বাজার, সেলুন, নানান সুতার দোকান, মেরামতের কারবারি, কসমেটিকক্স, মিষ্টিমিঠাই, চারাগাছ থেকে শুরু করে এমন কিছুই নেই যে বড্ডালের হাটে পাওয়া যেত না। আর সবকিছুর দাম ছিলো অতি সামান্য কারণ স্থানীয় জিনিসপত্রে ঠাসা ছিলো এই হাট।
দূর দুরন্ত থেকে নৌকা, বিভিন্ন যানবাহন এমনকি পায়ে হেটে ও অসংখ্য ক্রেতা এখানে এসে উপস্থিত হত খুচরা ও পাইকারি জিনিস ক্রয়ের জন্য। জনসমাগম এত হত যে হাটে গিয়ে অনেক মানুষ হারিয়ে যেত এবং তারা একে অপরকে হাটে আর খুঁজে পেত না। এতোটাই ভিড় হতো যে, একে অন্যের পায়ে পাড়া দেয়া ছিলো খুব সামান্য ব্যাপার। আর সেই থেকে কেউ কারো পায়ে পাড়া দিলেই বলা হতো “বড্ডালের হাটে যাসনি?” সাপখেলা, মলম ইত্যাদি বিক্রির জন্য অনেক ভন্ডদের আগমন হত এই হাটে। সন্ধ্যা হয়ে যেত তবুও হাট শেষ হত না। কালের পরিক্রমায় আজ হাটের পরিধি এত ছোট হয়ে এসেছে যে অবাক না হয়ে উপায় নেই। তবুও এখনো নৌকায় করে নানান জিনিসপাতি আসে, পাইকারি কাপড়চোপড় এর জন্য নানানরকম দ্রব্যসামগ্রী আসে। আমি জীবনে প্রথমবার এই হাটে গেলাম, হুট করেই সিধান্ত নিয়ে একা একা গিয়ে উপস্থিত হলাম হাটে। কালের পরিক্রমায় কমে এলেও এখনো এতোটাই বড় রয়েছে যে প্রায় ঘন্টা খানেক ঘুরে ঘুরেও আমি শেষ করতে পারিনাই। এই হাট এখন শুধুই প্রাচীন অতীত।

লেখক: জাকির হোসেন রাজু
ফ্রিল্যান্সার সাংবাদিক
সাব-ইন্সপেক্টর, সিআইডি, বাংলাদেশ পুলিশ


এই শ্রেণীর আরো সংবাদ