HEADLINE
সাতক্ষীরার পর এবার মাগুরার সিভিল সার্জনের বিরুদ্ধে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ! কলারোয়ায় এক কৃষকের ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন : বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ৫ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত ৫ সাতক্ষীরা সীমান্তে নয়টি স্বর্ণের বার’সহ চোরাকারবারি আটক সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আশাশুনির কোপাত বাহিনীর প্রধান কারাগারে
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন

তুজলপুরে ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার / ৭৬৯
প্রকাশের সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

কৃষকের বীজ কৃষকের অধিকার এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর বীজ ব্যাংকের উদ্যোগে সোমবার ২৯ নভেম্বর বিকালে ৫০ জন কৃষকের মাঝে ফসলের বীজ বিতরণ করা হয়।

কৃষকরা এ বীজ দিয়ে ৫০ বিঘা বোরো ধান চাষ করতে পারবেন। এসময় উপস্থিত বক্তারা বলেন কিছু প্রতারক বীজ কোম্পানি ও বীজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অনুপযোগী বীজ কৃষকদের কাছে বিক্রয় করে থাকে। এ জন্য সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর গ্রামে একটি উন্নতমানের বীজ ব্যাংক প্রতিষ্টা করা হয়েছে। এ ব্যাংক থেকে বিনামুল্য বীজ বিনিময় করতে পারবেন। বক্তারা আরো বলেন প্রতিনিয়ত কৃষকরা প্রতারিত হচ্ছে বীজ ক্রয় করে। তাই কৃষকদের মাঝে তুজলপুর বীজ ব্যাংক প্রতি বছর উপযোগী ফসলের বীজ বিতরণের করে আসছে। কৃষকরা বিনামূল্যে ফসলের বীজ পেয়ে উচ্ছ্বসিত। স্থানীয় কৃষক আনিসুর রহমান বলেন আমরা বিনামূল্যে ধানের বীজ পেয়ে খুবি আনন্দিত। কৃষক আব্দুল মুজিদ বলেন বীজ ব্যাংক এর মাধ্যমে এই বীজ পেয়ে আমরা খুবি উপকৃত হবো। এখানে এসে আমরা ফসল উৎপাদনের জন্য নানাবিধ পরামর্শ পেয়ে থাকি যা আমাদের অধিক ফসল উৎপাদনে সহায়তা করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা অমর কুমার ব্যানার্জী, উপ সহকারী কৃষি কর্মকর্তা কিরণময় সরকার, ফার্ম কর্মকর্তা অসিম কুমার বিশ্বাস, ইউপি সদস্য শরিফুল ইসলাম, কৃষি ব্যাংক ও গাছের পাঠশালার কর্ণধর সাংবাদিক ইয়ারব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম মফিজুল ইসলাম। বক্তব্য রাখেন কৃষি অফিসার অমল ব্যানার্জি, ইউপি সদস্য শরিফুল ইসলাম, বারসিকের জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক শাহিনুর রহমান, নয়ন মন্ডল, সজিব মন্ডল প্রমূখ। এসময় ৫০ জন কৃষকের হাতে বীজ তুলে দেওয়া হয়।


এই শ্রেণীর আরো সংবাদ