HEADLINE
বলাডাঙ্গায় জমি সংক্রান্ত বি’রো’ধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খু’ন বৈষম্যের প্রতিবাদে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ অফিসে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি সাতক্ষীরার উন্নয়ন ইস্যুতে ৫ এমপি’কে এক টেবিলে বসার আহবান সাতক্ষীরায় তামাক কোম্পানির বিজ্ঞাপণে সয়লাব, টার্গেটে কিশোর ও তরুণ সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন সাতক্ষীরার পর এবার মাগুরার সিভিল সার্জনের বিরুদ্ধে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ! কলারোয়ায় এক কৃষকের ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন : বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ
বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ন

নেতা তৈরির কারখানা নয়, আদর্শিক মানুষ গড়ার কারিগর কোথায়?

রাজু ঘোষ / ২৪৪
প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

ছাত্রনেতা ও লেখক: রাজু ঘোষ

পচনশীল সমাজে এ এক অস্হির মানসিক ব্যাধি! চারিদিকে ভাইরাল প্রজন্ম দ্রুত সময়ে শর্টকটে ২দিনের জন্য হলেও হাইলাইটস হতে হবে, প্রযুক্তি অপব্যবহার তরুনদের মোবাইলে আসক্ত সবকিছু নয়ছয় কোথাও থামাবার কেউ নাই কি শিক্ষা কি স্বাস্হ্য সেবা খাত থেকে শুরু করে সকল পেশাজীবিদের লক্ষ্য ইউরোপের চাকচিক্যতায় জীবন যাপন, তবে কি ধরনীর বুকে মাথা উচুঁ করে টিকে থাকবো না আমরা দীর্ঘক্ষন! একটি রাষ্ট্র একটা সমাজ পরিচালনায় কিছু মানুষ সবার জন্যই নির্দিষ্ট কিছু নিয়ম আছে সেই নিয়ম গুলি কে ব্যাঙ্গ করে অনিয়ম কে নিয়ম তৈরি করে বহুতল ইমারত আর ব্যাক্তির চাকচিক্যতা আসলেই কি দেশপ্রেমের বহিঃপ্রকাশ! দেশ পরিচালনা হয় ভবিষ্যৎ প্রজন্মের ভালোথাকার সুব্যবস্হ্যা করার জন্য, যে শরীরের সর্বঅঙ্গে ব্যাথা তার ঔষধ দিবো কোথা আমাদের সমাজ ব্যবস্হার বর্তমান নীতিনির্ধারকদের অবস্হা এমনই, একজন ব্যাক্তি র সন্তষ্টুি র উপর নির্ভর করে সবকিছু পেতে চাওয়ার নাম রাজনীতি হয় কিভাবে? রাজা সৎ আর বাকিরা তাকে ব্যবহার করে স্বার্থ সিদ্ধির কাজে মহৎ, সেখানে আমরা মানবিক সমাজ চাইবো কিভাবে? একটা দল পরিচালনা হয় আদর্শের ভিত্তিতে একটা রাষ্ট্র পরিচালনা হয় তার মূলনীতির ভিত্তিতে একটা সমাজ পরিচালনা হয় মানবিক মূল্যবোধের ভিত্তিতে, অথচ আমাদের নিয়ম ই যেনো এক রুপকথার গল্প এখানে নেতা র অর্থ হলো কে কত বড় চিটার কে সবচেয়ে বেশি ব্যাংকের টাকা লোপাটকারী কে বেশ্যা তৈরি তে পারদর্শী বড় নেতার সন্তুষ্টির জন্য অসৎ মহিলা ম্যানেজ করতে পারবে, কে জমি দখল করতে পারবে কে সিন্ডিগেট চালাতে পারবে সে তত বড় নেতা হবে, যদি তুমি এসবের বিরুদ্ধে বলো সমাজ বলবে তুমি পাগল স্রোতেরবিপরীতে পথ চলছ তোমার পিছে কেউ নাই তুমি বৈঠাহীন নাবিক, যে রাজনীতিতে টাকা দিলে পদ পাওয়া যায় সেখানে আদর্শের কথা বলা বড্ডবেমানন, যতদিন শুদ্ধ আদর্শিক রাজনীতির চর্চা হবে না ততদিন একটা পঙ্গু চাটুকার তেলবাজ দালাল সাহেদ সাবরিনা লোপা পাপিয়া রা তৈরির কারিগররা এভাবেই রাজনীতি কে করবে নর্দমার কীট আর সমাজকে নিক্ষেপ করবে আস্তাকুড়ে, আর তাদের ছেলেমেয়েদের লেখাপড়া করাবে ইউরোপিয়ান বিভিন্ন দেশে, আর তারা ভোগ করবে জনগণের হকের সমস্ত সম্পদ, শুধু বক্তৃতায় জনগন বিক্রি করলে হয়ত সাময়িক একটা লাভ হবে আখারে কিন্তু পস্তাবে একটা মা মাতৃভূমি স্বর্গ, একটা কথা মনে রাখবেন মা কে কষ্ট দিলে সন্তানের অমঙ্গল হয়, মাতৃঋণ শোধ হয় না, একটা স্বাধীন জাতিকে আপনারা কালের বিবর্তনে যে অতল গহরে নিমজ্জিত করছেন এর থেকে পরিত্রাণ সহসাই এই জাতি পাবে না। টাকা সবকিছুর মাপকাঠি হলে শিক্ষা হলো করুনা দীক্ষা হবে ভিক্ষা আপনাদের অবিচার নীতির জন্য কেউ আপনাদের করতে পারবে না রক্ষা। দেশ বাচাঁন সমাজ বাচাঁন নীতি পাল্টান রক্ষা করুন মাতৃভূমি কে।


এই শ্রেণীর আরো সংবাদ