HEADLINE
সাতক্ষীরার পর এবার মাগুরার সিভিল সার্জনের বিরুদ্ধে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ! কলারোয়ায় এক কৃষকের ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন : বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ৫ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত ৫ সাতক্ষীরা সীমান্তে নয়টি স্বর্ণের বার’সহ চোরাকারবারি আটক সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আশাশুনির কোপাত বাহিনীর প্রধান কারাগারে
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন

দিনভর নাটকীয়তা, ভোমরা সিএনএফ এর মনোনয়ন বিক্রি পুলিশি বাধায় পন্ড

নিজস্ব প্রতিবেদক / ৭৩৭
প্রকাশের সময় : সোমবার, ৯ মে, ২০২২

দিনভর সঠতা ও নাটকীয়তায় শেষ হলো ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নির্বাচনের মনোনয়ন কেনার দিন। পুলিশ প্রহরায় মনোনয়ন প্রার্থী কাউকে নির্বাচন কমিশন অফিসে ঢুকতে না দেওয়ায় মনোনয়ন ফরম কেউ কিনতে পারেননি। এ নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে। সদস্যদের একটি অংশ প্রতিজ্ঞা করেছেন নির্বাচন না হলে একটি টাকাও এজেন্টস এসোসিয়েশনের জমা দেবেন না তারা।আজ ৯ মে সোমবার সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের ভবনে স্থাপিত নির্বাচন কমিশনারের  কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কথা ছিল।  মনোনয়ন ফরম ক্রয় করতে এ সময় সেখানে একে একে হাজির হন বর্তমান আহ্বায়ক মিজানুর রহমান, সাবেক সভাপতি নাসিম, রামকৃষ্ণ চক্রবর্তী, সান্টু  চৌধুরী পানি ডাক্তার, অহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, এজাজ আহমেদ স্বপনসহ আরো কয়েকজন। এ সময় এসোসিয়েশনের ভবনের দায়িত্বে থাকা একদল পুলিশ সদস্য  তাদের ঢুকতে না দিয়ে বাইরে থেকে ফিরিয়ে দেয়। এ সময় তারা নির্বাচন কমিশনারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। এছাড়াও নির্বাচন কমিশনার তার কার্যালয়ে ছিলেন না বলে জানায় এসোসিয়েশনের একাধিক কর্মচারী ।  শুধু তাই নয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক সদস্যদেরকেও ভবনে ঢুকতে দেওয়া হয়নি। এ নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে ব্যবসায়ীদের মাঝে। সাধারণ ব্যবসায়ীরা বলছেন এসোসিয়েশনের সকল ধরনের ফি দেওয়া  বন্ধ করে দিবেন। এদিকে গুজব উঠেছে সাবেক সভাপতি নওশাদ দিলওয়ার রাজু ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব এএসএম মাকসুদ খানকে সভাপতি ও সাধারণ সম্পাদক করার জন্য এ নাটকীয়তা চলছে। অভিযোগ উঠেছে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে এ পাতানো নির্বাচন প্রক্রিয়া চলছে। মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসা ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, আমি মনোনয়ন ফরম কিনতে এসেছি। কিন্তু বারবার চেষ্টা করেও পুলিশ সদস্যদের বাধার মুখে ভিতরে ঢুকতে ব্যর্থ হয়েছি। এখানে পাতানো নির্বাচন হবে।সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বর্তমান আহ্বায়ক মিজানুর রহমান বলেন, বারবার চেষ্টা করেও আমি ভবনের ভেতরে কার্যালয়ে যেতে পারিনি। পুলিশি বাধার মুখে ফিরে আসতে আমি বাধ্য হই।


এই শ্রেণীর আরো সংবাদ