HEADLINE
সাতক্ষীরায় ১৫টি যানবাহন ও ৬টি মুদি দোকানে জরিমানা সরসকাটি দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ বোর্ড সম্পন্ন দক্ষিণ ফিংড়িতে “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্থিতিশীলতার দিকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যুবলীগের অঙ্গীকার আসাদুজ্জামান বাবু এমপি হলে সকল মানুষ পাবে উপকার সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ১ সাতক্ষীরায় গলায় ফাঁ’স দিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহ’ত্যা কলারোয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে ইট ভাঙা গাড়ি উল্টে চালকের মৃ’ত্যু বাবুলিয়ায় বি.বি ইটভাটা ধ্বংস, এস.বি.এল ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:২২ পূর্বাহ্ন

দীর্ঘদিন পর ভোমরা স্থলবন্দরে যানযট মুক্ত করলেন সিএন্ডএফ এজেন্ট সম্পাদক নাছিম

স্টাফ রিপোর্টার / ১৫৭৪
প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

দীর্ঘদিন পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে যানযট মুক্ত করলেন সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম। জানা গেছে, ভোমরা স্থলবন্দরে ভারতীয় ও বাংলাদেশী ট্রাকের অনিয়মতান্ত্রিকভাবে চলাফেরা করার কারনে প্রতিদিন দীর্ঘ অসহনীয় যানজট লেগে থাকতো। কিন্তু সুনির্দিষ্ট কোন নিয়ম নীতি ও দেখভাল না থাকায় এই সমস্যায় জর্জরিত ছিল ভোমরা স্থলবন্দর। এলাকাবাসীর চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হতো। কিন্তু এই সমস্যা থেকে পরিত্রানের জন্য সম্প্রতি উদ্যোগ গ্রহন করেন সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম। তার উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, বন্দর বিষয়ক সম্পাদক দিপঙ্কর কুমার ঘোষ, কাস্টম বিয়য়ক সম্পাদক আমির হামজা। সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এ্যাসোসিয়েশন সভাপতি পরিতোষ কুমার ঘোষ, সাধারন সম্পাদক নাজমুল আলম মিলন, সদস্য জাহাঙ্গীর হোসেন। তাদের সকলের প্রচেষ্টায় ০২/০৭/২০২১ তারিখ রোববার থেকে ভোমরা স্থলবন্দরের চিরচেনা যানজট মুক্ত হলো। তারা ভারত-বাংলাদেশ জিরো পয়েন্ট থেকে নবাদকাঠি বিজিবি চেক পয়েন্ট পর্যন্ত স্বেচ্ছাসেবক নিয়োগ করে ট্রাফিকিং সিস্টেম তৈরি করে যানবাহনের অনিয়মতান্ত্রিক চলাফেরা নিয়ন্ত্রন করে নিয়মমাফিক চলাচল করাতে বাধ্য করা হয়। ফলে যানজট নিরসন হয়েছে। এলাকাবাসী জানিয়েছে, তারা দীর্ঘদিন পর এই এলাকায় চলাচলে স্বস্তির নিশ্বাস ফেলছে এবং যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছে।


এই শ্রেণীর আরো সংবাদ