HEADLINE
সাতক্ষীরায় অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন বর্তমান বিশ্বে মানবধিকার বিপর্যয়ের মুখে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে কঠোর ব্যবস্তaবিভাগীয় কমিশনার খুলনা সাতক্ষীরায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারি আটক সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আটক চোরাচালানের স্বর্গরাজ্য এখন সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা! ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মৃ*ত্যু
রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:০৬ অপরাহ্ন

ভোমরায় পাসপোর্ট যাত্রীদের তল্লাশির নামে বিজিবির হয়রানি

নিজস্ব প্রতিনিধি / ৩০৩
প্রকাশের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

ভারতের পাসপোর্ট যাত্রী ও ভারত থেকে ফেরত আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রী সাতক্ষীরার ভোমরায় চেকপোস্টে বিজিবি কর্তৃক হয়রানির শিকার হচ্ছে বলে একাধিক অভিযোগ উঠেছে।

ভারত থেকে নিয়ে আসা ব্যবহারের মালামাল রেখে দেওয়া ও আটক করার অভিযোগ দীর্ঘদিনের থাকলেও এবার নতুন মাত্রায় যোগ হয়েছে । এমন অভিযোগ করেছেন ভারত থেকে ফিরে আসা পাসপোর্ট যাত্রীরা । ভারত থেকে ফিরে আসা বাংলাদেশের পাসপোর্ট যাত্রী পিয়া রানী পাসপোর্ট নাম্বার (এ০১০৫৫৭১৮) তিনি বলেন, আমি ভারতে ভ্রমন করতে গিয়েছিলাম বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনে দেশে ফিরে আসি কিন্তু বাংলাদেশে প্রবেশ করেই দেখি ইমিগ্রেশন ও কাস্টমসের ঢোকার আগেই বিজিবির চেকপোস্টে পাসপোর্ট এন্টি করে আমার ব্যাগ তল্লাশী করে  আমার পণ্যসামগ্রী নিয়ে নেন বিজিবি সদস্যরা  আমি আনেক অনুরোধ করে ছিলাম আমার পণ্যসামগ্রী ফেরত নিয়ার জন্য কিন্তু আমার কোন কথায় শুনলোনা বিজিবির সদস্যরা। যাত্রীরা অভিযোগ করে বলেন, পাসপোর্টযাত্রীর কাছ থেকে বিজিবি যেসব পণ্য রেখে দিচ্ছে তার কোনো কাগজপত্র দিচ্ছে না। এই পণ্যগুলো কোথায় কীভাবে যাচ্ছে বা কাস্টমসে সঠিকভাবে জমা হচ্ছে কি-না তার কোনো সঠিক প্রমাণাদি নেই। কারণ ওইসব পণ্যের মালিক থাকার পরও মালিকবিহীন দেখিয়ে তারা পণ্য আটক করছে। এর আগে বিজিবি পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে যেসব পণ্য আটক করতো তাদের নাম ও পাসপোর্ট নম্বর উল্লেখ করে কাস্টমসে জমা দিত। এবং যাত্রীদের এক কপি কাগজও দিয়ে দিত। ওই কাগজ নিয়ে যাত্রী কাস্টমস থেকে সরকারি শুল্ক পরিশোধ করে পণ্য চালান ছাড় দিতো। এখন বিজিবি যাত্রীদের কোনো কাগজ দিচ্ছে না। ফলে যাত্রীরা ওই পণ্য সরকারি শুল্ক দিয়ে নিতেও পারছে না। আটক সব পণ্য কাস্টমস গোডাউনে জমা করা হয় কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে যাত্রীদের মাঝে।

এ রকম আরো ঘটনার অভিযোগ করেছেন পাসপোর্ট যাত্রী  অমিত কুমার পাসপোর্ট নাম্বার(আর ৫৪৮৯৪৯৮),জাহির খান পাসপোর্ট নাম্বার(টি ৬৬৬১৯৮৩),গোত্তম পাসপোর্ট নাম্বার (এ ০১১০৫৫৭১৭)  জানান, ভারত থেকে ফেরার সময় একাধিকবার হয়রানির শিকার হতে হয় বিজিবির চেকপোস্টে।  সরকারের ট্রাক্স ফাঁকি দিয়ে চোরাইপথে ভারত গমন করি না। আমরা বৈধপথে চিকিৎসা, ব্যবসা, ভ্রমনসহ বিভিন্ন কাজে সরকারকে শুল্ক দিয়ে ভারত গমন করি। এবং ভারতীয় পাসপের্ট যাত্রীরা ও একই অভিযোগ করে বলছে আমরা দেশে ট্রাক্স না দিলে ও বাংলাদেশে এসে বাংলাদেশ সরকারকে ৫০০ টাকা ভ্রামন কর দিয়ে দেশে ফিরি। তারপর কাষ্টমস তল্লাশীর পর বিজিবি আমাদের বৈধ পন্য নিয়ে হয়রানি করে। নিয়ম অনুযায়ী একজন পাসপোর্টযাত্রী ৪ শত ডলারের পন্য ক্রয় করতে পারবে। কিন্তু বিজিবি এর কোন কিছু তোয়াক্কা না করে মনগড়া আইন তৈরী করে কাজ করছে । আমরা বৈধ পাসপোর্ট ও সরকারের ভ্রমণ কর দিয়ে ভারত যাওয়াই আমাদের অপরাধ। আমরা এই হয়রানির হাত থেকে রক্ষা পেতে চাই।  

এই বিষয়ে  ভোমরা ক্যাম্প কমান্ডার ওহিদুজ্জামান কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের চেকপোষ্টে সাধারণ যাত্রি বেশে মদ, ফেনসিডিল নিয়ে আসে এজন্য ব্যাগ তল্লশী করা হয়। চেকপোষ্টে ব্যাগ তল্লাশীর নামে কেহ হয়রানি হয়েছে এমন কোন অভিযোগ আমার জানা নেই।


এই শ্রেণীর আরো সংবাদ