HEADLINE
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অভিযোগ করে বিপাকে পরিবার সাতক্ষীরায় প্রায় ৩ কোটি টাকার এলএসডি ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ভোমরা স্থলবন্দর দিয়ে সাড়ে ৩শ’ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়লো ৩শ কেজির শাপলা মাছ সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে নারীর ভূমিকা সাতক্ষীরায় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ ঔষধ জব্দ, আটক ২ আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র সুন্দরবনে পর্যটকসহ সকল ধরনের প্রবেশ ৩ মাসের জন্য বন্ধ সাতক্ষীরা পৌর মেয়র চিশতীকে দায়িত্বভার বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:২৮ অপরাহ্ন

খুলনায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি / ৬৫০
প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

খুলনায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর (শনিবার) সকালে খুলনার একটি হোটেলে সম্মেলন উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোসাদ্দেক-উল-আলম। ব্যাংকের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক জি এম হাফিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক জেড এম হাফিজুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষ বাহিনীর খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোসাদ্দেক-উল-আলম বলেন, আনসার ও ভিডিপির সদস্যদের জীবন মান উন্নয়নে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্যাংকের শেয়ার হোল্ডারদের মধ্যে ডিভিডেন্ট প্রদান অব্যাহত আছে। স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন, দারিদ্র্য বিমোচনে ব্যাংক ব্যপক ভ‚মিকা পালন করছে। তিনি ব্যাংকের সকল কর্মকর্তা/কর্মচারীদের সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়ে বলেন আপনাদের উপর ব্যাংকের ভিত্তি নির্ভর করছে। তিনি আরো বলেন, ব্যাংক এগিয়ে যাচ্ছে। বর্তমানে ব্যাংক আরো গতিশীল হয়েছে। খুলনা অঞ্চলের সকল উপজেলায় পর্যায়ক্রমে শাখা স্থাপন করা হবে। সম্মেলনে সাতক্ষীরা, খুলনা, নড়াইল ও যশোর জেলার ১৯টি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন ফকিরহাট শাখার ব্যবস্থাপক জয়নাব খাতুন।


এই শ্রেণীর আরো সংবাদ