HEADLINE
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অভিযোগ করে বিপাকে পরিবার সাতক্ষীরায় প্রায় ৩ কোটি টাকার এলএসডি ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ভোমরা স্থলবন্দর দিয়ে সাড়ে ৩শ’ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়লো ৩শ কেজির শাপলা মাছ সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে নারীর ভূমিকা সাতক্ষীরায় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ ঔষধ জব্দ, আটক ২ আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র সুন্দরবনে পর্যটকসহ সকল ধরনের প্রবেশ ৩ মাসের জন্য বন্ধ সাতক্ষীরা পৌর মেয়র চিশতীকে দায়িত্বভার বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:৩৫ অপরাহ্ন

ছয়ঘরিয়ায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দিঘিরকান্দা ফুটবল একাদশ

টুডে ডেস্ক / ৩৪৫
প্রকাশের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২

সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়ায় ৪ দলীয় শহীদ শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অমরাবতী ফুটবল একাদশ ‘কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ছয়ঘরিয়া দিঘিরকান্দা ফুটবল একাদশ।

শনিবার (০৬ আগস্ট) বিকালে ঐতিহ্যবাহী ছয়ঘরিয়া দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে ছয়ঘরিয়া স্পোর্টস ফাউন্ডেশনের আয়োজনে খেলার প্রথমার্ধে গোলশূন্য নিয়ে বিরতিতে যান দু’দল।

বিরতি থেকে ফিরে আমরাবতী ফুটবল একাদশের উপর চড়াও হয়ে পড়েন দিঘিরকান্দা ফুটবল একাদশ। খেলার দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ১১ নং জার্সিধারী খেলোয়াড় জাকির হোসেন৷ খেলার ৫৯ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন ৪ নং জার্সিধারী খেলোয়াড় মিয়ারাজ হোসেন। ৬৮ মিনিটে ২ নং জার্সিধারী খেলোয়াড় ইনজামুল হকের গোলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ছয়ঘরিয়া দিঘিরকান্দা ফুটবল একাদশ। খেলাটি পরিচালনা করেন মোঃ রনি হোসেন । তাকে সহযোগিতা করেন মোঃ সাব্বির হোসেন ও শাহেদ আলী। ধারাবিবরণীতে ছিলেন আশরাফ আলী আকাশ ও মিজানুর রহমান। উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মোঃ জামির আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, সাতক্ষীরা সদর উপজেলা শাখার উপদেষ্টা মোঃ মোশাররফ হোসেন মুকুল ৷ সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য ও ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ইবনে সউদ খোকা, ছাতিয়ানতলা কমিউনিটি ক্লিনিকের ডাক্তার মোঃ সাঈদ উদ্দিন, মোঃ কামরুজ্জামান ৷

ফাইনাল ম্যাচসেরা জাকির হোসেন, টুর্নামেন্টের সেরা গোল ইনজামুল হক,

সেরা খেলোয়াড় জাকির হোসেন,
সেরা গোলকিপার এ এইচ নাফিজ। খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ দল ‘কে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।


এই শ্রেণীর আরো সংবাদ