HEADLINE
সাতক্ষীরায় অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন বর্তমান বিশ্বে মানবধিকার বিপর্যয়ের মুখে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে কঠোর ব্যবস্তaবিভাগীয় কমিশনার খুলনা সাতক্ষীরায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারি আটক সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আটক চোরাচালানের স্বর্গরাজ্য এখন সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা! ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মৃ*ত্যু
রবিবার, ২৮ মে ২০২৩, ১২:২৬ অপরাহ্ন

কেশবপুরে ইউএনও‘র নামে প্রতারণা করে টাকা আদায়

উৎপল দে, কেশবপুর / ৪৩৬
প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

যশোরের কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার নামে প্রতারণা করে ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জানালে বিষয়টি থানা পুলিশকে তদন্তের দায়িত্ব মেয়া হয়েছে। থানা পুলিশ বিষয়টি তদন্তে মাঠে নেমেছে। এ বিষয়ে ভুক্তিভোগী উপজেলার পাঁজিয়া বাজারের ব্যবসায়ী সঞ্জয় দাস কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে ,গত ১৮ জুলাই তিনিসহ উপজেলার পাঁজিয়া বাজারের মিষ্টি ব্যবসায়ী মৃত্যুঞ্জয় দাস, অঞ্জণ অধিকারী ও আব্দুস সামাদ বাজারে মিষ্টির দোকানী এ দিন পাঁজিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়াডের্র ইউপি সদস্য শম্ভু নাথ বসু একটি ফোন নিয়ে দোকানে আসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কথা বলবেন বলে জানান, এবং ০১৬১০৪৭২৯৩৪ নম্বরে  কথা বলিয়ে দেন। এর আধাঘন্টা মতো পরে সঞ্জয় দাসের ব্যবহৃত ০১৭৭৫৭২১২১৭ নম্বরে ওই নাম্বার থেকে  ফোন করে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছি  তোমরা করেনাকালীন সময়ে দোকানে ক্রয় বিক্রয় করো ,আমি মোবাইল কোট করে চিরতরে তোমার ও তোমাদের দোকান বন্দ কবে দিব,যদি  বাঁচতে চাও ৩০ হাজার টাকা  এ নম্বরে দিয়ে দাও। নিরুপায় হয়ে সঞ্জয় দাস  ব্যবসা পরিচালনার স্বার্থে পাজিয়া বাজারস্থ বিকাশ এজেন্ট দেবনাথ বস্ত্রালয়ে গিয়ে ০১৬১০৪৭২৯৩৪ নম্বরে টাকা পরিশোধ করেন। পরবর্তীতে খোজ খবর নিয়ে বিষয়টি প্রতারণামুলক হওয়ায় অন্য ব্যবসায়ীরা টাকা দেন নি।  ইউপি মেম্বার শম্ভু নাথ বসুর সাথে যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় তার বক্তব্য প্রকাশ করা যায়নি। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পাঁজিয়া বাজাহা কমিটির এ জরুরী সভা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়েছে সভা থেকে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী অফিসে এসেছিলেন,  এটি একটি প্রতারণা । বিষয়টি নিয়ে কেশবপুর থানা পুলিশ তদন্ত করছে।


এই শ্রেণীর আরো সংবাদ