HEADLINE
ক্যান্সারে আক্রান্ত জাহানারা বাঁচতে চায় সাতক্ষীরায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত কারাগারে পড়াশোনায় ভালো করার জন্য ৫টি কার্যকরী গাইড লাইন দেশকে অন্ধকারে ঠেলে দিতে না চাইলে আবারও নৌকায় ভোট দিন : সাতক্ষীরায় জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে সম্মাননা ক্রেস্ট প্রদান শিশুর প্রথম এক বছর: শিক্ষার ভিত্তি স্থাপন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাজার মনিটরিং ব্যবস্থা জরুরি সাতক্ষীরায় তরুণদের অংশগ্রহনে ৪ দিনব্যাপী ইয়ুথ ইনোভেশন ল্যাব বুধহাটায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে বেত্রাঘাতের অভিযোগ সাতক্ষীরা সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন জাহিদ হোসেন
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫০ অপরাহ্ন

ঝাউডাঙ্গায় পুনরায় নির্বাচিত ইউপি চেয়ারম্যান আজমল উদ্দিন’কে সংবর্ধনা

মোমিনুর রহমান সবুজ / ৫৯১
প্রকাশের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত পুনরায় নৌকার বিজয়ী প্রার্থী সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৪র্থ বারের মত বিপুল ভোটে বিজয়ী নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আজমল উদ্দিন’র সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ই নভেম্বর বিকালে ইউনিয়ন আ.লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার অফিস প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ডাঃ মজনু রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, ‘আজমল উদ্দিনের জনপ্রিয়তা আছে বলে ইউনিয়নবাসী তাকে আবারো বিপুল ভোটে বিজয়ী করেছেন এজন্য ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানান। এসময় ইউনিয়ন পরিষদের সার্বিক উন্নয়নের জন্য ২ লক্ষ টাকা বরাদ্দের ঘোষনা দেন তিনি’। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য ও সদর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এসএম শওকত হোসেন, সদর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল হোসেন, মোঃ মোতালিব, সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, যুগ্ম সাধারণ মোশাররফ হোসেন মুকুল, বীর মুক্তিযোদ্ধা খলিল সানা, সাংবাদিক ইয়ারব হোসেনসহ স্থানীয় হাজারও নেতাকর্মীরা। নবনির্বাচিত চেয়ারম্যান আজমল উদ্দিন বলেন, ‘সকল ভেদাভেদ ভুলে সকলে মিলেমিশে একসাথে কাজ করার মধ্যে দিয়ে ঝাউডাঙ্গা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি’। শুরুতেই নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানসহ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা।


এই শ্রেণীর আরো সংবাদ