HEADLINE
সাতক্ষীরার পর এবার মাগুরার সিভিল সার্জনের বিরুদ্ধে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ! কলারোয়ায় এক কৃষকের ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন : বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ৫ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত ৫ সাতক্ষীরা সীমান্তে নয়টি স্বর্ণের বার’সহ চোরাকারবারি আটক সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আশাশুনির কোপাত বাহিনীর প্রধান কারাগারে
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন

আশাশুনিতে পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণে অভিজ্ঞতা বিনিময় সফর

জি.এম আবুল হোসাইন / ৬৫০
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচির (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এবং আশাশুনি ও শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সুইচ এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন (এসডিসি) ও ব্রেকিং দ্য সাইলেন্স’র সহযোগিতায় উক্ত অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়।

আশাশুনি উপজেলা থেকে শ্যামনগর উপজেলার ইউনিয়ন ভিত্তিক ভালো শিখন পরিদর্শনের জন্য অভিজ্ঞতা বিনিময় সফর সম্পন্ন হয়েছে। উক্ত সফরে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী সহ উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আশাশুনি উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের সমন্বয়ে অভিজ্ঞতা বিনিময় সফর পৃথকভাবে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া এবং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে সম্পন্ন হয়। এসময় ভুরুলিয়া ইউনিয়নে পরিষদের মাধ্যমে বাস্তবায়িত “প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যায়ামাগার স্থাপন” বুড়িগোয়ালিনী ইউনিয়নের “নারীবান্ধব ও মাতৃদুগ্ধ কর্নার স্থাপন” এবং ” ছাদ কৃষি ও জৈব কম্পোষ্ট পদ্ধতিতে সার উৎপাদন কার্যক্রম” সরেজমিনে পরিদর্শন করেন। এসময় শ্যামনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন টিমের সাথে যুক্ত হন এবং ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়িত ভালো কাজ গুলো কিভাবে, কখন , কিভাবে বাস্তবায়ন হচ্ছে এবং বর্তমানে কিভাবে কাজ করে যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করেন।

সরেজমিনে পরিদর্শন শেষে সফরকারী আশাশুনি ইউনিয়নের স্থানীয় সরকারের জনপ্রতিনিধিগণ একটি পরিকল্পনা প্রণয়ন করেন। পরিকল্পনায় নিজ নিজ ইউনিয়নে আগামী অর্থবছরে এই সকল কাজগুলো কিভাবে রেপ্লিকেট করবেন তা নির্ধারণ করেন।

ব্রেকিং দ্য সাইলেন্স’র অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম, স্পা প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মনিরুজ্জামান টিটু, সাপোর্ট স্টাফ মো. শিমুল হোসেন অভিজ্ঞতা বিনিময়ের সফরে অংশগ্রহণকারীদেরকে সহযোগিতা করেন।


এই শ্রেণীর আরো সংবাদ