HEADLINE
কবিতা: উন্নয়নের শপিংমল বাংলাদেশি কমিউনিটি ইন সাইপ্রাসের নতুন কমিটি ঘোষণা পাঁচ টাকা নিয়ে কথা কাটাকাটি, ভ্যান চালকের ঘুষিতে যাত্রীর মৃত্যু ভোমরা বন্দরে পেঁয়াজ মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা সাতক্ষীরা কারাগারে আসামির মৃত্যু! ঝাউডাঙ্গায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা, বাসের ১০ যাত্রী আহত কলারোয়া ফুটবল মাঠে আনন্দ মেলার নামে চলছে অবৈধ লটারির রমরমা বাণিজ্য! কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত সাতক্ষীরার নলতা শরীফে ৫৯ তম বার্ষিক ওরছ শুরু ৯ ফেব্রুয়ারি জনগণের ক্ষতি করে কোনো কাজ করা যাবে না- ঝাউডাঙ্গায় বেত্রবতী নদী খনন কাজ পরিদর্শনে এমপি রবি
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৬:৫৫ পূর্বাহ্ন

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ত্রাণ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি / ২৫৯
প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

২৩ আগষ্ট সোমবার সকাল ১০.০০ টায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও আরা সংস্থার বাস্তবায়নে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ২০০ পরিবারে মানবিক ত্রাণ সহায়তা প্রথম দিনে উদ্ভোধন করেন মোঃ তানজিল্লুর রহমান, অতিরিক্ত জলা প্রশাসক সার্বিক ও অতিরিক্ত জলা ম্যাজিস্ট্রট, বিশষ অতিথি ছিলন ফাতমা-তুজ জাহরা, উপজলা নির্বাহী অফিসার সদর, সমরশ কুমার দাস, প্রধান শিক্ষক, সাতক্ষীরা সরকারি উচ বিদ্যালয়, আরও উপ¯িত ছিলন আরা সং¯ার নির্বাহী পরিচালক শখ আবুল কালাম আজাদ, বীর মুক্তিযাদ্ধা জলা ইউনিক সহকারি কমান্ডার মাঃ আনছারুজ্জামান, বীর মুক্তিযাদ্ধা আনায়ার হাসন, জলা মাইটিভির প্রতিনিধি মাঃ ফয়জুল হক বাবু সহ আরও অনক। ত্রাণ বিতরণ অনুষ্ঠান সভাপতিত্ব করন আরা সং¯ার সহ-সভাপতি বীর মুক্তিযাদ্ধা সুভাস চদ্র সরকার। অনুষ্ঠানটি পরিচালনা কর অধ্যাপক ইদ্রিস আলী, কাজিরহাট ডিগ্রী কলজ ও সহ-সম্পাদক আরা সং¯া। প্রথম দিন ১১০টি পরিবার ১০ কজি চাউল, ২ কজি সয়াবিন তল, ৪ কজি আলু, ১ কজি মসুরর ডাউল ও ১ কজি লবণ বিতরণ করা হয়। আগামী ২৪ আগষ্ট সকাল ১০.০০ টায় আরা সং¯ার সং¯ার প্রধান কার্যালয় রওশন আরা জামান, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, সাতক্ষীরা প্রধান অতিথি থক ৯০টি পরিবার ত্রাণ বিতরণ করবন।

ত্রাণ বিতরণ করছন মাঃ তানজিল্লুর রহমান, অতিরিক্ত জলা প্রশাসক সার্বিক ও অতিরিক্ত জলা ম্যাজিস্ট্রট, ও ফাতমা-তুজ জাহরা, উপজলা নির্বাহী অফিসার সদর, সহ আরও অনক।


এই শ্রেণীর আরো সংবাদ