HEADLINE
সাতক্ষীরার পর এবার মাগুরার সিভিল সার্জনের বিরুদ্ধে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ! কলারোয়ায় এক কৃষকের ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন : বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ৫ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত ৫ সাতক্ষীরা সীমান্তে নয়টি স্বর্ণের বার’সহ চোরাকারবারি আটক সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আশাশুনির কোপাত বাহিনীর প্রধান কারাগারে
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন

ঝাউডাঙ্গায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক / ৭৭৯
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

আগে একবার বিষপান করে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রনি হোসেন (২০) নামের এক কলেজ ছাত্র এবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। রনি হোসেন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামের ইছাক আলী দালাল এর ছেলে এবং ঝাউডাঙ্গা কলেজ এর দ্বাদশ শ্রেনীর ছাত্র।

রনির বাবা ইছাক আলী ও তার মা জানান, রনি সোমবার রাত ১১টার দিকে খাওয়া দাওয়া শেষে ঘরে যায়। সে অনেক রাত জেগে মোবাইলে গেম খেলা করে বলে, বেলা করে ঘুম থেকে ওঠে। একপর্যায়ে তার মা সকাল ৯টার দিকে তাকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে ঘরে ঢুকে রনিকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তবে পরিবারের ধারণা সে ভোর রাতের দিকে এমন ঘটনা ঘটাতে পারে। জানা গেছে, রনি প্রেম করে তিনমাস আগে পরিবারের অজান্তে একই ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের কলেজ পড়ুয়া এক মেয়েকে বিয়ে করে। তাদের বিয়েটাকে দুই পরিবার মেনে নেইনি। এনিয়েও দীর্ঘদিন পরিবারে অশান্তি বিরাজ করছিল। কিন্তু কী কারণে রনি গলায় ফাঁস দিয়েছে তা বলতে পারেনি তার স্বজনরা। তবে এলাকাবাসী বলছে, রনি এর আগেও একবার প্রেমঘটিত কারণে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিল।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিয়াদ ফকরুল আলম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা প্রেমঘটিত কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে এ ঘটনায় অপমৃত্যু মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই শ্রেণীর আরো সংবাদ