HEADLINE
সাতক্ষীরার পর এবার মাগুরার সিভিল সার্জনের বিরুদ্ধে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ! কলারোয়ায় এক কৃষকের ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন : বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ৫ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত ৫ সাতক্ষীরা সীমান্তে নয়টি স্বর্ণের বার’সহ চোরাকারবারি আটক সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আশাশুনির কোপাত বাহিনীর প্রধান কারাগারে
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন

 নলতা শরীফে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)’র ৫৮ তম ওরছ শুরু ১১ মার্চ

প্রভাষক মনিরুজ্জামান (মহসিন), নলতা / ৪৭৪
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফে অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, মুসলিম রেঁনেসার অগ্রদূত, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সুফী-সাধক পীরে কামেল সুলতানা আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৮ তম বার্ষিক পবিত্র ওরছ শরীফ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে আগামী ২৬,২৭,২৮ ফাল্গুন ১১,১২,১৩ মার্চ শুক্রবার,শনিবার ও রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। 
আর এ উপলক্ষে- নলতা পাক রওজা শরীফ, মাহফিল মাঠ,খানার মাঠ, রাস্তা-ঘাট, ফুটবল মাঠের দোকানপাট, রন্ধনশালা,ভক্তবৃন্দের আবাসন ব্যবস্থা, গেট,প্যান্ডেল সহ সর্বত্র প্রস্তুতি এগিয়ে চলেছে। নলতা শরীফ এলাকায় বিরাজ করছে সাজ সাজ রব। 
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত তিন দিন ব্যাপী অনুষ্ঠিতব্য ৫৮ তম বার্ষিক ওরছ শরীফে যে সমস্ত আলেমগণ পবিত্র কোরআন ও হাদীসের আলোকে নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণের মাহফিল মাঠে ওলী-আউলিয়াদের জীবনাদর্শ আলোচনা করবেন তারা হলেন- 
২৬ ফাল্গুন ১১ মার্চ শুক্রবার বিকালে 
# পীরে কামেল আলহাজ্জ হযরতুল আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী (পীর সাহেব, গাছতলা দরবার শরীফ, চাঁদপুর),
 # আলহাজ্জ মুফতি মোহাম্মদ নাজমুস সায়াদাত ফয়েজী (খতিব, মসজিদ-এ-বেলাল (রা.), আরবী প্রভাষক, কাদেরিয়া তৈয়েবিয়া কামিল মাদরাসা, মোহাম্মদপুর, ঢাকা), 
# এ্যাড. হাফেজ মাওলানা মুফতি নুর মোহাম্মদ আল ক্বাদেরী (খতিব ও পেশ ইমাম, ঐতিহ্যবাহী সওদাগর জামে মসজিদ, বাণিজ্যিক এলাকা, হবিগঞ্জ),
# মুফতি শাইখ মোহাম্মদ উসমান গনী (সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইন্সটিটিউট অব সুফীজম, ঢাকা)।
২৭ ফাল্গুন ১২ মার্চ শনিবার 
# আলহাজ্জ হজরত মাওলানা মো.আব্দুর রাজ্জাক (খতিব, সোবহানবাগ জামে মসজিদ, ঢাকা), 
# হজরত মাওলানা শায়ের মোহাম্মদ হাছানুর রহমান হোছাইন নক্সবন্ধী (পরিচালক, দক্ষিণ শ্রীপুর দরগাহ বাড়ী হাফিজিয়া মাদ্রাসা, হাজীগঞ্জ, চাঁদপুর), 
# আলহাজ্জ হজরত মাওলানা আল্লামা মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী (হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব এবং বিশিষ্ট লেখক ও গবেষক),  
# আলহাজ্জ অধ্যাপক হাফেজ হাফিজুর রহমান  (খতিব, গুলশান-১, জামে মসজিদ, ঢাকা),
# আলহাজ্জ মুফতি মাওলানা মো. আবু সাঈদ জিহাদী রংপুরী ( খতিব, নলতা শরীফ শাহী জামে মসজিদ)।  
১২ মার্চ শনিবার বেলা ১২ টা হতে ২ টা পর্যন্ত মিশনের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে তাবারুক পরিবেশন করা হবে। পাশাপাশি এদিন দুপুরে পীর আম্মা ফয়জুন্নেছা’র ৫৫ তম বার্ষিকী কুলখানিও অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 
২৮ ফাল্গুন ১৩ মার্চ রবিবার সকাল ৯ টায় আখেরী মোনাজাত এর মধ্যদিয়ে তিন দিন ব্যাপী পীর কেবলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ৫৮ তম বার্ষিক ওরছ শরীফ সম্পন্ন হবে।
এছাড়া রবিবার সকাল সাড়ে ১০ টা হতে নলতা শরীফ শাহী জামে মসজিদের ২য় তলায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে জানান মিশন কর্তৃপক্ষ। 
উক্ত অনুষ্ঠানে সবান্ধবে উপস্থিত হওয়ার জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।


এই শ্রেণীর আরো সংবাদ