HEADLINE
সাতক্ষীরার পর এবার মাগুরার সিভিল সার্জনের বিরুদ্ধে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ! কলারোয়ায় এক কৃষকের ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন : বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ৫ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত ৫ সাতক্ষীরা সীমান্তে নয়টি স্বর্ণের বার’সহ চোরাকারবারি আটক সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আশাশুনির কোপাত বাহিনীর প্রধান কারাগারে
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন

সাতক্ষীরায় পর্যটকদের হাতছানি দিচ্ছে আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টার

শ্যামনগর প্রতিনিধি / ১৫৩৪
প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

সাতক্ষীরা জেলার শ‍্যামনগর উপজেলার একে বারে সুন্দরবন ঘেষে গড়ে উঠেছে আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টার।এর ঠিক পশ্চিম পাশে বয়ে গেছে প্রবাহমান চুনা নদী নদীর ওপার থেকে  শুরু গভীর সুন্দরবন।আর কোন জনবসতি নেই এই নদী পার হয়ে মাঝে মধ্যে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার চলে আসে এপারের লোকালয়ে।সেই আকাশ নীলা ইকো ট্যুরিজম সেন্টার হাতছানি দিচ্ছে পর্যটকদের জন‍্য।সাতক্ষীরা জেলার শ‍্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন কলবাড়ী এলাকায় জেলাপ্রসাশনের সরাসরি তত্ত্রাবধানে ওশ‍্যামনগর উপজেলার ব‍্যবস্থবনায় ২৫০বিঘা জমির উপর গড়ে উঠেছে আকাশ নীলা ইকো  ট্যুরিজম সেন্টার।সাতক্ষীরা জেলা শহর থেকে প্রায় ৮০কিঃমিঃ দুরে এর অবস্থান  পর্যটন কেন্দ্রটি  দেশি বিদেশী পর্যটকদের কাছে আকর্ষীনিয় করে গড়ে তুলতে প্রতিবছরেই নানা পরিকল্পনা হাতে নিচ্ছে উপজেলা প্রশাষন।পর্যটকদের জন‍্য বিভিন্ন ধরনের কটেজের পাশাপাশি এখানে ভি আই পিদের থাকার জন‍্য তৈরি করা হয়েছে আলাদা একটি গেষ্ঠ হাইজ সুন্দরবন দেখার জন‍্যএখানে রয়েছে পরিবেশ বান্দব সোলার  সিষ্টেম বোর্ড প্রকৃতি থেকে পাওয়া সামগ্রী দিয়ে তৈরী হয়েছে কটেজ রেষ্টুরেন্ট সহ অন‍্যন‍্যা স্থাপনা।পর্যটকদের যাতে মাছ ধরতে পারেন সেজন‍্য রয়েছে ফিশিং জোন নির্মানধীন রয়েছে ফিশ মিউজিয়াম সংগ্রহ শালা  সংগ্রহ শালায় আছে।স্থানীয় সংস্কৃতিক পরিচয় বহন কারী বিভিন্ন ঐতিহ্যবাহী পন্য সামগ্রী আরো ছোট বড় নৌকায় করে সুন্দরবনের ভিতরে প্রবেশ করার সুযোগ রয়েছে এই খানে মাথা পিছু৫০/১০০টাকা করে দিলে সুন্দরবনের ভিতর থেকে ঘুরে আসতে পারবেন।আর সুন্দরবন  দেখার জন‍্য নির্মাণ ধীন সুইচ ওয়াচ টাওয়ার আর চারি পাশে সুন্দরবনের গাছ গাছালী মনোরাম প্রকৃতির পরিবেশ।কথা হয় স্কুল ছাএ ইবনেবীন জুয়েলের সাথে গাজীপুর  সরকারি বালক বিদ‍্যালয়ের ৮র্ম শ্রেণির ছাএ ইবনেবীন জুয়েল বলেন এত কাছ থেকে যে সুন্দরবন দেখতে পারবো তা ভাবিনি।কি চমৎকার পরিবেশ খুবই ভালো লেগেছে মনটা ভরে গেছে।পর্যটক শামিমা সুলতানা বলেন আকাশ নীলায় একবার  যে আসবে তার প্রিয় স্থানের তালিকায় স্থান পাবে এই যায়গাটি।এইপর্যটক কেন্দ্রটি সুষ্ট ভাবে ব‍্যবস্থপনা করা গেলে দেশের অন‍্যতম কেন্দ্র হবে এটি আমি মনে করি।এজন‍্য পরিবেশ রক্ষায় গুরুত্ব দিতে হবে।শ‍্যামনগর উপজেলার নির্বাহী কর্মকতা জানান আকাশ নীলা ইকো ট্যুরিজম সেন্টার উপজেলা প্রশাসনের ইনোভেশন ইন পাবলিক সার্ভিসের একটি প্রকল্প।এই স্থানটি আকর্ষণীয় করে গড়ে তুলতে প্রতি বছরই নতুন নতুন পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।দেশে পর্যটক শিল্প আরো বিকাশিত করতে আকাশনীলা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


এই শ্রেণীর আরো সংবাদ