HEADLINE
ভোমরা স্থলবন্দরে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না বলাডাঙ্গায় জমি সংক্রান্ত বি’রো’ধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খু’ন বৈষম্যের প্রতিবাদে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ অফিসে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি সাতক্ষীরার উন্নয়ন ইস্যুতে ৫ এমপি’কে এক টেবিলে বসার আহবান সাতক্ষীরায় তামাক কোম্পানির বিজ্ঞাপণে সয়লাব, টার্গেটে কিশোর ও তরুণ সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন সাতক্ষীরার পর এবার মাগুরার সিভিল সার্জনের বিরুদ্ধে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ! কলারোয়ায় এক কৃষকের ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

ঝাউডাঙ্গায় স্বাস্থ্যকর্মীকে চড় মারার ঘটনায় সাংবাদিক ইয়ারব গ্রেপ্তার

টুডে ডেস্ক / ৪৮৩
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে টিকাকেন্দ্রে অব্যবস্থাপনার অভিযোগে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বচসার জেরে সাতক্ষীরার একজন অসুস্থ্য সাংবাদিক ইয়ারব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ওই স্বাস্থ্যকর্মীকে মারপিট এবং টিকার ভায়াল ভাংচুরের অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা হাইস্কুল অস্থায়ী টিকাকেন্দ্রে। বচসার ঘটনার এক ঘন্টা পর পুলিশ দৈনিক মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেনকে তুজলপুর গ্রামে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এরপরপরই তিনি অসুস্থ্য হয়ে পড়ড়ে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ইয়ারব হোসেন ২০১৩ সালে সাতক্ষীরায় জামায়াত-শিবিরের সহিংস তান্ডবে গুরুতর আহত হন এবং মৃত্যুর মুখ থেকে ফিরে আসলেও এখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। তিনি মস্তিস্ক ও হৃদরোগসহ নানান জটিলতায় দীর্ঘমেয়াদীকাল চিকিৎসাধীন রয়েছেন। ইতোপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য দুই লাখ টাকার সহায়তা প্রদান করেন। এছাড়াও সাংবাদিক ইয়ারব হোসেন কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাক্ষী হিসেবে সাহসিকতার সাথে স্বাক্ষ্য প্রদান করেন।

এদিকে সাংবাদিক ইয়ারব হোসেনের গ্রেপ্তার সম্পর্কে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বলেন, তিনি খবরটি শুনেছেন। টিকাকেন্দ্রের এই ঘটনার পর বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছিল। তবে তাকে আটকের বিষয় সম্পর্কে তার কিছু জানা নেই। তিনি আরও বলেন, একটি টিকা ৫ জনকে দেওয়ার নিয়ম রয়েছে। এটা কোন অব্যবস্থাপনা নয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার জানান, ঝাউডাঙা অস্থায়ী টিকাকেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে টিকাদান কার্যক্রম চলছিল। এসময় সাংবাদিক ইয়ারব হোসেন সেখানে গিয়ে একই টিকা ৫ জনের দেহে পুশ করার ঘটনায় আপত্তি করেন। এ নিয়ে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে তার ঝগড়া হয়। তিনি স্বাস্থ্যকর্মী মনিরুল ইসলামকে একটি চড় মারেন। এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে সাতক্ষীরা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ৮৩/২০২১ ধারা দন্ডবিধির ১৪৩/ ১৮৬/ ১৮৯/ ৩২৬/ ৩৩২/ ৩৩৩/ ৩৫৩ ও ৪২৭।

হৃদরোগী সাংবাদিক ইয়ারব হোসেন পুলিশ বেষ্টিত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, ঝাউডাঙা হাইস্কুল কেন্দ্রে টিকা দেওয়া নিয়ে অব্যবস্থাপনার খবর পাই। বিষয়টি সম্পর্কে জানতে গেলে স্বাস্থ্যকর্মী মনিরুল ইসলাম আমাকে হুমকি দিয়ে বলেন, ‘তুই কে রে? তুই কথা বলার কে?’ ইয়ারব হোসেন জানান, ভিড়ের ধাক্কাধাক্কিতে সে আমার গায়ে হাত তুললে আমিও পাল্টা একটি চড় মারি। তবে কোন ভাংচুরের ঘটনা সেখানে ঘটেনি। তিনি জানান, এই বিষয়টিকে ফুলিয়ে ফাপিয়ে মামলা করে পুলিশ আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে। জানতে চাইলে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির বলেন, টিকাকেন্দ্রে হাঙ্গামা করাটা দুঃখজনক। স্বাস্থ্যবিভাগকে বিষয়টি সম্পর্কে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছি।

পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্বাস্থ্যকর্মীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং ঐ মামলার আসামী হিসেবে ইয়ারব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।


এই শ্রেণীর আরো সংবাদ