HEADLINE
সাতক্ষীরার পর এবার মাগুরার সিভিল সার্জনের বিরুদ্ধে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ! কলারোয়ায় এক কৃষকের ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন : বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ৫ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত ৫ সাতক্ষীরা সীমান্তে নয়টি স্বর্ণের বার’সহ চোরাকারবারি আটক সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আশাশুনির কোপাত বাহিনীর প্রধান কারাগারে
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন

ঝাউডাঙ্গায় লাঙ্গল প্রতীককে বিজয়ী করতে নির্বাচনী জনসভায় আসাদুজ্জামান বাবু

মোমিনুর রহমান সবুজ / ৪৩৯
প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

মোমিনুর রহমান সবুজ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-০২ আসনের মহাজোটের সংসদ সদস্য প্রার্থী লাঙ্গল প্রতিকে আশরাফুজ্জামান আশুকে বিজয়ী করতে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৭শে ডিসেম্বর বিকালে ঝাউডাঙ্গা জগন্নাথ দেবের মুন্দির প্রাঙ্গণে ঝাউডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মফিজুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানার সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নৌকার সদ্য প্রত্যাহারকৃত দলীয় প্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। তিনি আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে আশরাফুজ্জামান আশুকে বিজীয় করার আহবান জানান।এসময় উপস্থিত ছিলেন, মহাজোট মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশু, জেলা জাতীয় পার্টির সভাপতি আজাহার হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আ’লীগ নেতা এস এম শওকত হোসেন, আব্দুল রশিদ, ঝাউডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আজমল উদ্দিন, আ’লীগে নেতা জাহিদ হোসেন, আশিকুর রহমান, রাজু ঘোষ, জয়দেব ঘোষ প্রমুখ। এসময় বক্তারা বলেন, উন্নয়নের স্বার্থে লাঙ্গল প্রতীকে ভোট দিতে হবে। কেউ বিভ্রান্ত হবেন না। মহাজোটের স্বার্থে এ আসনটিতে নৌকার পরিবর্তে জননেত্রী শেখ হাসিনা লাঙ্গল প্রতীক বরাদ্দ দিয়েছেন। সুতরাং সকলকে ঐক্যবদ্ধভাবে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।


এই শ্রেণীর আরো সংবাদ