HEADLINE
সাতক্ষীরার পর এবার মাগুরার সিভিল সার্জনের বিরুদ্ধে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ! কলারোয়ায় এক কৃষকের ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন : বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ৫ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত ৫ সাতক্ষীরা সীমান্তে নয়টি স্বর্ণের বার’সহ চোরাকারবারি আটক সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আশাশুনির কোপাত বাহিনীর প্রধান কারাগারে
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫০ অপরাহ্ন

কয়রায় ৩ মাস পর চোরাই মালামাল উদ্ধারসহ আটক ২

কয়রা প্রতিনিধি / ৩৫৭
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

কয়রার প্রত্যন্ত দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চোরামুখা গ্রামে দীর্ঘ ৩ মাস পর লক্ষাধিক টাকার চোরাই মাল উদ্দার স্থানীয় চি‎িহ্নত চোর বেল্লাল শেখ ও রেজয়ান জেল হাজতে। জানা গেছে, বিগত ২৬ অক্টোবর রাতে চরামুখা গ্রামের আকবর সানার বাড়ীতে কেউ না থাকায় ঘরে ঢুকে তালা ভেঙ্গে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় আকবর কয়রা থানায় ৭ জনকে আসামী করে একটি চুরি মামলা দাখিল করেন, যার মামলা নং –সি আর ৫৫৬/২১। অতঃপর গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জানুয়ারি কাটকাটা পুলিশ ক্যাম্পের এসআই তৌহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আছের আলী ও একাধিক ইউপি সদস্য এবং গ্রাম পুলিশ দল পাতাখালি গ্রামের হাফিজুল গাজীর বাড়ী থেকে চুরি হওয়া প্রায় লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করে। উদ্ধারকালে হাফিজুল বাড়ী না থাকায় তার স্ত্রী পুলিশকে জানায় আসামী চরামুখা গ্রামের তাছের গাইনের পুত্র শফিকুল (৩৮) শরিফুল (৪২) এবং বেল্লাল শেখ ও রেজয়ান এসব মালামাল এবং রেজয়ান তাদের কাছে বিক্রি করেছে। এদিকে এক ডজন মামলার আসামী বেল্লাল শেখ ও রেজয়ান অন্য এক মামলায় জেল হাজতে আছে। মামলার বাদী আকবর সানা জানায়, চুরি হওয়া মালের মধ্যে আড়াই ভরি সোনা ও ৩ ভরি রুপার গহনা, কাট পালঙ্ক, সৌর প্যানেল ও ব্যাটারী, গ্যাসের চুলা ও সিলিন্ডার, জমির কাগজপত্র, সেলাই মেশিন, রাইস কুকার, পেসার কুকার, স্যালো মেশিনসহ চেয়ার, থালাবাটি, হাড়ি পাতিলসহ পারিবারিক অন্যান্য জিনিসপত্র যার আনুঃ মূল্য ২ লক্ষ ৮১ হাজার টাকা। এর মধ্যে খাট পালঙ্ক সহ আংশিক মালামাল উদ্ধার করেছে পুলিশ ও চেয়ারম্যান মেম্বর। দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যন জানান, আছের আলী জানান, আসামী বেল্লাল শেখ, শরিফুল ও শফিকুল সহ অন্যান্য আসামীরা এলাকায় চুরি, ঘের দখল, লুটপাট এবং সন্ত্রাসী কার্যাকলাপে জড়িত। তিনি বলেন, আসামী বেল্লাল চািরর মাল উদ্দারেনর ্আগেই এক ধর্ষণ মামলায় কিছুতিন আগে জেলহাজতে এবং রেজয়ান এই চুরির মামলায় পুলিষের হাতে আটক হয়। চেয়ারম্যান আরও জানান, চুরি হওয়া মাল পাতাখালি গ্রামে হাফিজ গাজীর বাড়ীতে আছে জানতে পেরে তার পরিষদের সকল মেম্বর ও গ্রাম পুলিশদের নিয়ে পুলিশ অফিসার তৌহিদুর রহমানের সাথে ২২ জানুয়ারি বিকেলে আংশিক মালমাল উদ্ধার করেছি। এছাড়া এই বেল্লাল শেখের বিরুদ্ধে ১ ডজনেরও বেশি মামলা কয়রা থানা ও আদালতে রয়েছে।


এই শ্রেণীর আরো সংবাদ