HEADLINE
সাতক্ষীরার পর এবার মাগুরার সিভিল সার্জনের বিরুদ্ধে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ! কলারোয়ায় এক কৃষকের ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন : বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ৫ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত ৫ সাতক্ষীরা সীমান্তে নয়টি স্বর্ণের বার’সহ চোরাকারবারি আটক সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আশাশুনির কোপাত বাহিনীর প্রধান কারাগারে
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন

কপিলমুনিতে ৫ জুয়ারী আটক, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

কপিলমুনি প্রতিনিধি / ৪৯৯
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

কপিলমুনিতে 1xBet নামের অনলাইন জুয়া খেলার সময় ৫ জন জুয়ারীকে আটক করেছে পাইকগাছা থানা পুলিশ। ঘটনায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। আটক ব্যাক্তিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানাগেছে। এলাকাবাসী, পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে 1xBet অনলাইন নামে খ্যাত জুয়ায় আসক্ত হয়ে পড়ে যুবসমাজ। ঠিক তখন থেকে প্রশাসনের কর্মকর্তরা অবৈধ জুয়ার বিষয়টি নিয়ে কাজ শুরু করে। তারই ধরাবাহিকতায় বুধবার কপিলমুনিতে অভিযান চালিয়ে পাইকগাছা উপজেলার সিদ্দিক মোড়ল (৪০), শেখ জাহিদুল ইসলাম (২৪), স্বাধীন (২০), রাফসান জনি (২০) ও পারভেজ সরদার (২২) নামের ৫ জন জুয়াড়ীকে আটক করে থানা পুলিশ। এসময় তাদের কাজ থেকে ১৫ টি মোবাইল উদ্ধার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটী এলাকায় 1xBet নামে একটি এ্যাপস ব্যবহার করে অবৈধ ভাবে ই-ট্রান্সজেকশন ব্যবহার করছে এমন গোপন সাংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। তবে তারা দীর্ঘদিন ধরে বাসাভাড়া নিয়ে 1xBet সফটওয়ার ব্যবহার করে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অনুমোদনহীন অনলাইন মোবাইল জুয়া চালিয়ে আসছিল। গ্রেফতার হওয়া ব্যাক্তিরা অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এ ব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মোবাইলে অনলাইন জুয়া খেলার সময় ৫ জনকে আটক করা হয়েছে। আটক ব্যাক্তিরা বিভিন্ন অনলাইন জুয়ার এ্যাপস ব্যবহার করে জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখাতেন। প্রতারণার উদ্দেশ্যে অনলাইন জুয়া খেলায় উদ্বুদ্ধ করে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন ও নগদ টাকা লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল চক্রটি। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উপজেলা জুড়ে আমাদের সকল আইনশৃঙ্খলা বিষয় অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অনলাইন জুয়ার উপর অভিযান অব্যাহত থাকবে।


এই শ্রেণীর আরো সংবাদ