HEADLINE
সাতক্ষীরার পর এবার মাগুরার সিভিল সার্জনের বিরুদ্ধে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ! কলারোয়ায় এক কৃষকের ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন : বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ৫ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত ৫ সাতক্ষীরা সীমান্তে নয়টি স্বর্ণের বার’সহ চোরাকারবারি আটক সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আশাশুনির কোপাত বাহিনীর প্রধান কারাগারে
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন

কপিলমুনিতে ইয়াবাসহ ইজিবাইক চালক আটক

কপিলমুনি প্রতিনিধি / ১১৬
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

কপিলমুনিতে ১২ পিচ ইয়াবাসহ ইজিবাইক চালক ফারুক সরদার (৪০) কে আটক করেছে কপিলমুনি ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২.১৫ মিনিটের দিকে কপিলমুনি কালীবাড়ী ঘাট এলাকা থেকে তাকে আটক করে। এরিপোর্ট লেখা পর্যন্ত পাইকগাছা থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছিল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাগেছে, ঘটনারদিন পুলিশকর্তৃক ধৃত ব্যাক্তি পার্শ্ববর্তী তালা উপজেলার কানাইদিয়া এলাকা থেকে ইয়াবা কিনে খেয়াঘাট পার হয়ে ইজাবাইক চালিয়ে কপিলমুনি বাজারের দিকে আসছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পূর্ব থেকে অবস্থান নেওয়া কপিলমুনি ফাঁড়ি পুলিশের একটি টিম তার  গতিরোধ করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে যাত্রীবেশে থাকা তিনজনের মধ্যে একজন পালিয়ে যায়। এরপর ইজিবাইক চালকসহ বাকী দু’জনকে চ্যালেঞ্জ করে তল্লাশির একপর্যায় ইজিবাইক চালকের কাছ থেকে একটি পলিব্যাগে মোড়ানো ১২ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে কপিলমুনি ফাঁড়ি ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জাহাঙ্গীর আলম বলেন, মাদকের উপর নিয়মিত অভিযানের অংশ অনুযায়ী গোপন সংবাদে খবর পেয়ে কপিলমুনি-কানাইদিয়া খেয়াঘাট সংলগ্ন কালীবাড়ী ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ইজিবাইক চালক ফারুক সরদারকে ১২ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। তার হেফাজতে থাকা ইজিবাইকটিও জব্দ করা করা হয়েছে। তবে যাত্রীবেশে থাকা তিনজন ব্যাক্তির মধ্যে মাদকের  সাথে জড়িত অপর একজন পালিয়ে গেছে। এব্যপারে পাইকগাছা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।


এই শ্রেণীর আরো সংবাদ