HEADLINE
সাতক্ষীরায় অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন বর্তমান বিশ্বে মানবধিকার বিপর্যয়ের মুখে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে কঠোর ব্যবস্তaবিভাগীয় কমিশনার খুলনা সাতক্ষীরায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারি আটক সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আটক চোরাচালানের স্বর্গরাজ্য এখন সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা! ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মৃ*ত্যু
রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:৫২ অপরাহ্ন

সাতক্ষীরায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা / ৮৭
প্রকাশের সময় : সোমবার, ৮ মে, ২০২৩

সাতক্ষীরার দেবহাটায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে) বিকালে পারুলিয়া ইউনিয়নের ঘড়িয়াডাঙ্গা গ্রামে রিপন হোসেন (৪) ও জামির হোসেন (৪) নামের দুই শিশু এবং দুপুরে সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে রুহুল আমিন (৭) নামের অপর আরেক স্কুল ছাত্রের মৃত্যু হয়।


পারুলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গ্রামপুলিশ আবদুল কাদের জানান, ঘড়িয়াডাঙ্গা গ্রামের দিনমজুর আব্দুর রহিমের শিশুপুত্র রিপন হোসেন ও প্রতিবেশী বিল্লাল হোসেন বাবু’র শিশুপুত্র জামির হোসেন বিকাল ৪টার দিকে বাড়ির পাশে খেলছিল। এসময় তাদের বাড়ির লোকজন সাংসারিক কাজকর্মে ব্যস্ত ছিলেন।
খেলার সময় দুই শিশু পাশ^বর্তী মৎস্য ঘেরের পানিতে পড়ে যায়। সন্ধ্যার আগমুহুর্তে খোঁজাখুজি করার সময় ওই ঘেরের পানিতে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। তাৎক্ষনিক তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।


এদিকে সখিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন জানান, দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে ফিরে বাড়ির পাশ^বর্তী পুকুরে গোসল করতে যায় দক্ষিণ সখিপুরের আইয়ুব আলীর ছেলে রুহুল আমিন ( ৭)। গোসলের একপর্যায়ে তাকে পানিতে ডুবে যাচ্ছিল সে। এসময় তার ভাইয়ের চিৎকার শুনে স্থানীয়রা ওই শিশুকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করেন। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয় তার। একই দিনে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ বলেন, এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ গুলি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই শ্রেণীর আরো সংবাদ