HEADLINE
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অভিযোগ করে বিপাকে পরিবার সাতক্ষীরায় প্রায় ৩ কোটি টাকার এলএসডি ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ভোমরা স্থলবন্দর দিয়ে সাড়ে ৩শ’ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়লো ৩শ কেজির শাপলা মাছ সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে নারীর ভূমিকা সাতক্ষীরায় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ ঔষধ জব্দ, আটক ২ আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র সুন্দরবনে পর্যটকসহ সকল ধরনের প্রবেশ ৩ মাসের জন্য বন্ধ সাতক্ষীরা পৌর মেয়র চিশতীকে দায়িত্বভার বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:২৯ অপরাহ্ন

কালিগঞ্জের ভাড়াশিমলা ইউপি নির্বাচনে জনসমর্থনে এগিয়ে মেম্বার নিরঞ্জন ঘোষ

স্টাফ রিপোর্টার / ৪৬৬
প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

আগামীকাল ২৮ নভেম্বর রবিবার সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে ৮নং ভাড়াশিমলা ইউনিয়ের ৯নং ওয়ার্ডের টানা ২৫ বছরের নির্বাচিত সফল মেম্বর নিরঞ্জন ঘোষ এবারও টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, টানা ২৫ বছরের নির্বাচিত ইউপি সদস্য নিরঞ্জন ঘোষ শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহীতার মধ্য দিয়ে ভাড়াশিমলা ইউনিয়নে ৯নং ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন করেছেন। এলাকার অনেকগুলো রাস্তাঘাট, মসজিদ, মন্দির ও শশ্মানসহ অনেক উন্নয়নমূলক কাজ করে তাদের মনে স্থান করে নিয়েছেন। তাছাড়া তার বিজয় ও জনসমর্থনের দিক থেকে অনেক অংশে এগিয়ে আছেন বলে জানান স্থানীয়রা। ইউপি সদস্য নিরঞ্জন ঘোষের কাছে আগামীকালকের নির্বাচনে জয়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি দীর্ঘ ২৫ বছর ধরে স্বচ্ছতার সাথে কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নে ৯নং ওয়ার্ডে মেম্বারের দায়িত্ব পালন করে আসছি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার ওয়ার্ডে যে সকল সরকারি ভাতা দিয়েছেন যেমন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বেকার ভাতা, গর্ভকালীন ভাতা, রেশনকার্ডসহ অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে শতভাগ নিরপেক্ষতা ও স্বচ্ছতার সাথে প্রকৃত ভাতাভোগীদের মাঝে বিলিবণ্ঠন করেছি। পাশাপাশি আমার নির্বাচনী এলাকায় অসহায় দরিদ্র মানুষের সেবায় সকল সময় আমি তাদের পাশে থেকে কাজ করেছি। যে কারণে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদি। টানা ২৫ বারের নির্বাচিত মেম্বর নিরঞ্জন ঘোষ তার নির্বাচনী এলাকার সকল সম্মানিত ভোটারদের কাছে অনুরোধ করেছেন ভাড়াশিমলা ইউনিয়নে ৯নং ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীকাল ২৮ নভেম্বর রবিবার সারাদিন টিউবওয়েল প্রতীকে ভোট দেওয়ার জন্য। উল্লেখ্য যে, ভাড়াশিমলা ইউনিয়ের চেয়ারম্যান নূর মোহাম্মদ বিশ্বাস হজ্বে যাওয়ার সময় ও তিনি অসুস্থ্য হলে ৯ জন ইউপি সদস্যের মধ্য থেকে তিনি সৎ যোগ্য ব্যক্তিত্বের অধিকারী বলে মেম্বর নিরঞ্জন ঘোষকে ২ বার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও দিয়েছিলেন।


এই শ্রেণীর আরো সংবাদ