বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০২:৫০ পূর্বাহ্ন

শ্রীউলায় চেয়ারম্যানের পক্ষে ইউপি সদস্য বাচ্চু’র ক্রীড়া সামগ্রী বিতরণ

মফিজুল ইসলাম / ৩২২
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনে ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু’র পক্ষে খেলা সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (২৯ এপ্রিল) ইউনিয়নের বালিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বাচ্চু। এ সময় তিনি বালিয়াখালী এবতেদায়ী মাদ্রাসায় ফুটবল, বালিয়াখালী হাফিজিয়া মাদ্রাসায় ভলিবল, রাধারআটি হাফিজিয়া মাদ্রাসায় ভালিবল, রাধারআটি প্রাইমারি স্কুলে ক্রিকেট সেট, লাঙ্গলদাড়িয়া বেসরকারি প্রাইমারী স্কুলে ফুটবল, খোলারআটি সূর্য তরুণ সংঘে ফুটবল, লাঙ্গলদাড়িয়া মল্লিক পাড়া তরুণ সংঘে ফুটবল, রাধারআটি মিস্ত্রিপাড়া যুবসংঘে ফুটবল, লাঙ্গলদাড়িয়া  গাজীপাড়ায় শিক্ষার্থী ও তরুণদের মাঝে ফুটবল বিতরণ করেন। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই শ্রেণীর আরো সংবাদ