HEADLINE
সাতক্ষীরায় অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন বর্তমান বিশ্বে মানবধিকার বিপর্যয়ের মুখে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে কঠোর ব্যবস্তaবিভাগীয় কমিশনার খুলনা সাতক্ষীরায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারি আটক সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আটক চোরাচালানের স্বর্গরাজ্য এখন সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা! ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মৃ*ত্যু
রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:০৬ পূর্বাহ্ন

বৈকারী মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ বানিজ্যের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৪৫৯
প্রকাশের সময় : সোমবার, ২৩ মে, ২০২২

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারি, আয়া ও নিরাপত্তাকর্মী পদে টাকার বিনিময়ে গোপনে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মিজানুর রহমান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মোটা টাকার বিনিময়ে এ নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন।

অভিযোগকারী চাকরি প্রার্থীরা জানান, স্বজনদের নিয়োগ দেওয়ার জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির নির্দেশে বহিরাগত কোনো প্রার্থীর আবেদন গ্রহণ করেননি। ফলে নিরুপায় হয়ে পড়েছেন তারা।

তারা বলেন, গত ১৭ মে বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক, নিরাপত্তাকর্মী এবং আয়া পদে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই পদগুলোতে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের ছেলেকে অফিস সহায়ক পদে, জামাত নেতা শহীদ হাসানের ভাগ্নি মিনুকে আয়া পদে ও রাজাকার জহিরুল ইসলাম টিক্কা খানের ভাগ্নে নুরুজ্জামানকে পিওন পদে চাকরি পাইয়ে দেওয়ার জন্য তাদের থেকে প্রয়োজনীয় সংখ্যক আবেদন নেওয়া হয়। তবে বহিরাগত প্রার্থীরা আবেদন জমা দিতে গেলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মিজানুর রহমান বিভিন্ন অজুহাতে আবেদন গ্রহণ করেননি।

এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, এ পর্যন্ত আমার কাছে কেউ চাকরির জন্য আবেদনপত্র জমা দেননি। নিজের ছেলের ব্যাপারে তিনি বলেন, আমার ছেলে অফিস সহায়ক পদে চাকরির জন্য আবেদন করতে আগ্রহী। চাকরি প্রার্থীদের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাউকে চাকরির জন্য ঠিক করেছে কিনা সেটা সম্পর্কে আমি অবগত নই। বিষয়টি তাকে জানালে তিনি বলতে পারবেন। এব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু হেনা মোস্তফা কালামের ব্যবহৃত নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।


এই শ্রেণীর আরো সংবাদ