HEADLINE
সাতক্ষীরায় অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন বর্তমান বিশ্বে মানবধিকার বিপর্যয়ের মুখে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে কঠোর ব্যবস্তaবিভাগীয় কমিশনার খুলনা সাতক্ষীরায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারি আটক সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আটক চোরাচালানের স্বর্গরাজ্য এখন সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা! ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মৃ*ত্যু
রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:০২ অপরাহ্ন

আশাশুনির গৃহনির্মান প্রকল্প পরিদর্শন করলেন ডিসি হুমায়ুন কবির

জি এম মুজিবুর রহমান, আশাশুনি / ৩৯২
প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনদের ভ‚মি ও গৃহ নির্মাণ প্রকল্পের অধীন আশাশুনির গৃহ নির্মান কাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। শনিবার (২৪ জুলাই) দুপুরে তিনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়ায় নির্মীত ও নির্মানাধীন গৃহের কাজ পরিদর্শন করেন।


পরিদর্শন ও কাজের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেওয়ার সময় উপস্থিত সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি ও ভ‚মিহীন পরিবারের সদস্যদের উদ্দেশ্যে ডিসি হুমায়ুন কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মুজিববর্ষের উপহার হিসাবে ভূমিহীন গৃহহীনদের জমিসহ গৃহ প্রদান করে বিশ্বে যুগান্তকরী পদক্ষেপের জন্য ভূয়সী প্রশংসিত হয়েছেন। তার সুদূর প্রসারী পরিকল্পনাকে সফল করতে আমরা জেলার কোন প্রকৃত ভূমিহীন ও গৃহহীন যাতে এ প্রকল্প থেকে বঞ্চিত না হয় সেজন্য সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে চাই। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যদি কোন ভূমিহীন গৃহহীন এ প্রকল্প থেকে বাদ যায় তাহলে তাদের তথ্য প্রদানের জন্য তিনি জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে গৃহ নির্মাণ কাজে কোন অনিয়ম না হয় এবং শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন হয় সেজন্য সজাগ থাকার আহŸান জানান। এসময় আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।


এর আগে জেলা প্রশাসক মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক পরিদর্শন করেন। পার্কের চলমান উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে খোজখবর নেন এবং পার্ককে আরো সৌন্দর্যমন্ডিত ও আকর্ষনীয় করে গড়ে তুলতে ও অবকাঠামোগত উন্নয়নের ঘোষণা দেন। সবশেষে তিনি অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।


এই শ্রেণীর আরো সংবাদ