HEADLINE
কবিতা: উন্নয়নের শপিংমল বাংলাদেশি কমিউনিটি ইন সাইপ্রাসের নতুন কমিটি ঘোষণা পাঁচ টাকা নিয়ে কথা কাটাকাটি, ভ্যান চালকের ঘুষিতে যাত্রীর মৃত্যু ভোমরা বন্দরে পেঁয়াজ মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা সাতক্ষীরা কারাগারে আসামির মৃত্যু! ঝাউডাঙ্গায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা, বাসের ১০ যাত্রী আহত কলারোয়া ফুটবল মাঠে আনন্দ মেলার নামে চলছে অবৈধ লটারির রমরমা বাণিজ্য! কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত সাতক্ষীরার নলতা শরীফে ৫৯ তম বার্ষিক ওরছ শুরু ৯ ফেব্রুয়ারি জনগণের ক্ষতি করে কোনো কাজ করা যাবে না- ঝাউডাঙ্গায় বেত্রবতী নদী খনন কাজ পরিদর্শনে এমপি রবি
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৬:৫৩ পূর্বাহ্ন

সাতক্ষীরা একতা ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার / ৫১৩
প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১

সাতক্ষীরার নবাগত স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাতক্ষীরা একতা ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।


সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় (মাগরিবের নামাজের পরে) সংগঠনটির স্বেচ্ছাসেবকরা নিজ দায়িত্বে অসহায় হত-দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসাবে সেমাই, চিনি, বাদাম, কিছমিছ, তেল, সাবান ও মাস্ক বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন।
ঈদ সামগ্রী বিতরণে নেতৃত্ব দেন সংগঠনটির চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন। তিনি বলেন, মানব সেবায় মুক্তির সোপান এই স্লোগানকে সামনে রেখে চলতি বছরের ০১ জুলাই সংগঠন টি তার পথচলা শুরু করলো। এবার সীমিত পরিসরে হলেও সমাজের জন্য কাজ করবে সংগঠনটি এমনটা আশাও ব্যক্ত করেন তিনি। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবানও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য জি. এম নাঈম ইসলাম, ইয়াছিন আলী মিন্টু, আসাদুজ্জামান, নাঈমুর, ইনামুল ইসলাম, শহিদ হাসান প্রমুখ।


প্রসঙ্গত, ১৫ টি অসহায় পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।


এই শ্রেণীর আরো সংবাদ