HEADLINE
সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হাম’লায় কিশোরের মৃ’ত্যু লিবিয়ায় প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অভিযোগ করে বিপাকে পরিবার সাতক্ষীরায় প্রায় ৩ কোটি টাকার এলএসডি ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ভোমরা স্থলবন্দর দিয়ে সাড়ে ৩শ’ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়লো ৩শ কেজির শাপলা মাছ সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে নারীর ভূমিকা সাতক্ষীরায় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ ঔষধ জব্দ, আটক ২ আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র সুন্দরবনে পর্যটকসহ সকল ধরনের প্রবেশ ৩ মাসের জন্য বন্ধ
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:৪৮ অপরাহ্ন

বুড়িগোয়ালীনিতে আইন অমান্য করে ঘেরের ঘর ভাংচুরের অভিযোগ

শ্যামনগর প্রতিনিধি / ৩৯৩
প্রকাশের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

আইন অমান্য করে ঘেরের বাসা ভাংচুর সহ লুটপাটের অভিযোগ উঠেছে। বুড়িগোয়ালীনি ইউনিয়ানের পশ্চিম পোড়াকাটলা গ্রামের মৃত আবু মোহাম্মাদ মোল্ল্যার ছেলে মো: ফারুক হোসেন বাদী হয় শ্যামনগর থানায় অভিযোগ করেন।অভিযোগে জানা যায়, জে এল নং-১১৫, এস এ খতিয়ান নং-২৯, দাগ নং৬৩৫,৬৪৯,৬২২,৬২৫ মোট জমির পরিমান ২.৬৬ একর আমার পৈত্রিক সম্পত্তি আমার দখলে। লোভের কারণে একই এলাকার মো: আতিয়ার রাহমান,মো: আয়ুব আলী,মো: জামাল হোসেন দখল নেওয়া জন্য বিভিন্ন সময় আমাকে হুমকি দিচ্ছে দখল করে নেওয়ার জন্য দলবল নিয়ে গত ৫/৪/২২ তারিখে বিকাল ৫টার দিকে পূর্ব পরিকল্পিত ভাবে দেশীও আস্ত্র ও লাঠি সোটা নিয়ে আমার ঘের দখল করতে আসে ঘেরের বাসা,আটল সহ বিভিন্ন দিক দিয়ে প্রায়  আড়াই লক্ষাধিক টাকা ক্ষতি সাধন করে।এসময় আমার ঘেরের কর্মচারি বাঁধা দিলে তাকে মারপিট যখন করে।এবিষয় শ্যামনগর থানায় অভিযোগ করলে এস আই সুভাস মন্ডল ঘটনা স্থানে এসে তদন্ত করে আগামী ১১ তারিখে থানায় উভায়কে বসাবসির দিন করে। সেই দিন আসার আগে বৃহস্পতিবার দুপুরের সময় মেরামত করা বাসা পুনারায় ভেঙে ঘেরের মধ্যে ফেলেদেয় এছাড়া ঘেরের রাস্তা কেটে দিয়ে ছেড়ে দেওয়া বাগদার পোনা বের করে দেয়। তহমিনা খাতুন ও মিজানুর মোল্ল্যা বলেন, দীর্ঘ দিন ধরে ফারুকের জায়গায় ঘের করছে।সেই জায়গা টা দখল করার জন্য আতিয়ার তার লোক জন নিয়ে বাসা ভাংচুর ঘের লুটপাট করেছে। অভিযুক্ত অতিয়ার রহমান বলেন,আমার পাওয়া জায়গা চাইতে হলে বিভিন্ন ভাবে হয়রানি করে থাকে। আমার বিরুদ্ধে সযে অভিযোগ করেছে সেটা মিথ্যা। থানার এস আই সুভাস বলেন, ১১ তারিখে বসাবসির দিন ছিল তার আগে যদি আবার বাসা ভাংচুর করে তাহলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।


এই শ্রেণীর আরো সংবাদ