HEADLINE
সাতক্ষীরার পর এবার মাগুরার সিভিল সার্জনের বিরুদ্ধে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ! কলারোয়ায় এক কৃষকের ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন : বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ৫ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত ৫ সাতক্ষীরা সীমান্তে নয়টি স্বর্ণের বার’সহ চোরাকারবারি আটক সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আশাশুনির কোপাত বাহিনীর প্রধান কারাগারে
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন

মাধবকাটিতে সড়ক দুর্ঘটনায় রং মিস্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৩৮৭
প্রকাশের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

সাতক্ষীরায় বিজিবি সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধককাটি বাজারের পাশে অন্ন্যের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ হেরমত আলী সরদার (৭০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামের মৃত মুনসুর আলী সরদারের ছেলে। নিহত হেরমত আলী রং মিস্ত্রির কাজ করতেন।

নিহতের ভাগ্নে মাধবকাটি গ্রামের বাবুর আলী জানান, শুক্রবার সকালে মামা হেরমত আলী বাইসাইকেলে চড়ে বাড়ি থেকে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাড়ে ৮টার দিকে অন্ন্যের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক বিজিবি সদস্যের মোটর সাইকেল তাকে ধাক্কা মারে। এতে তিনি রাস্তায় পড়ে যান।

ওই বিজিবি সদস্য আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে মাধবকাটি মোড়ের এক গ্রাম ডাক্তারের কাছে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন। সদর হাসপাতালে চিকিৎিসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক হেরমত আলীকে মৃত বলে ঘোষণা করেন। তবে মোটরসাইকেল আরোহী বিজিবি সদস্যের পরিচয় জানা যায়নি।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, ময়না তদন্তের জন্য শুক্রবার দুপুরে নিহত হেরমতের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এই শ্রেণীর আরো সংবাদ