HEADLINE
ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়লো ৩শ কেজির শাপলা মাছ সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে নারীর ভূমিকা সাতক্ষীরায় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ ঔষধ জব্দ, আটক ২ আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র সুন্দরবনে পর্যটকসহ সকল ধরনের প্রবেশ ৩ মাসের জন্য বন্ধ সাতক্ষীরা পৌর মেয়র চিশতীকে দায়িত্বভার বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ মায়ের অনুপ্রেরণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সাতক্ষীরার মাসুদ রানা সাতক্ষীরার ১০ লক্ষ মানুষ মাছ চাষের উপর নিরর্ভরশীল প্রধানমন্ত্রীর প্রাননাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০২:৫৫ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ভুয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাতের দায়ে হাবিবুর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ২৯৬
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

সাতক্ষীরায় “বনলতা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেড” নামে একটি ভুয়া এনজিও খুলে অধিক লাভের প্রলোভন দেখিয়ে স্থানীয় সাধারণ মানুষের নিকট হতে প্রায় কোটি টাকা আত্নসাৎ করা প্রতারক চক্রের মূলহোতা মোঃ হাবিবুর রহমান (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

মঙ্গলবার ৩ জানুয়ারি বেলা ১২টায় র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর গালিব এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এর আগে সোমবার রাতে সাতক্ষীরা সদর থানাধীন পলাশপোল এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬ জানান, গ্রেফতারকৃত প্রতারক চক্রের মূলহোতা মোঃ হাবিবুর রহমান তার কতিপয় সহযোগী নিয়ে ২০১৯ সালে “বনলতা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেড” নামে একটি ভুয়া এনজিও খুলে। অধিক লাভের প্রলোভন দেখিয়ে স্থানীয় সাধারণ মানুষের নিকট হতে প্রায় কোটি টাকা আত্নসাৎ করে। বেশকিছুদিন এনজিও পরিচালনা করার পর আসামীরা তাদের অফিস বন্ধ করে লাপাত্তা হয়ে যায়। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। পরর্বতীতে একজন ভুক্তভোগী র‌্যাব-৬ বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল প্রতারক চক্রটিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন।


উল্লেখ্য, গ্রেফতারকৃত হাবিবুর রহমান কিছুদিন আগে খ্যাতি অর্জন করা সাতক্ষীরায় হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ কোরআন লেখক


এই শ্রেণীর আরো সংবাদ