শুক্রবার ০৭ অক্টোবর সকাল ৮ টার সময় মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া মাঝের পাড়া আহলে হাদিস জামে মসজিদে পবিত্র কোরআন শিক্ষা কার্যক্রমের জন্য মক্তব এর শুভ উদ্বোধন করা হয়।
মসজিদের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেনে’র সভাপতিত্বে ও আলহেরা শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সদস্য ইসলামিক সংগীত শিল্পী মোঃ রোকনুজ্জামান রাজু’র সঞ্চালনায় উক্ত মাক্তব টি উদ্বোধন করেন , মাদ্রাসাতুল ইছলাহ আস সালাফিয়াহার অধ্যাক্ষ মাওলানা মোঃ শরিফুল ইসলাম | এসময় উপস্থিত ছিলেন ছয়ঘরিয়া অমরাবতী আহলে হাদিস জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শরিফুল ইসলাম , অত্র মসজিদের ইমাম হাফেজ মোঃ রুহান , ছয়ঘরিয়া স্পোর্টস ফাউন্ডেশনে সাবেক সভাপতি এম এ এইচ নাফিজ , বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রিপন হাসান , মোঃ মেহেদী হাসান , মোঃ ইমারুল ইসলাম , মোঃ সজন হোসেন , এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ।উদ্বোধন শেষে সকলের উদ্দেশ্যে মিষ্টি বিতরণ করা হয় ৷