HEADLINE
সাতক্ষীরায় অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন বর্তমান বিশ্বে মানবধিকার বিপর্যয়ের মুখে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে কঠোর ব্যবস্তaবিভাগীয় কমিশনার খুলনা সাতক্ষীরায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারি আটক সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আটক চোরাচালানের স্বর্গরাজ্য এখন সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা! ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মৃ*ত্যু
রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:০৯ পূর্বাহ্ন

ঝাউডাঙ্গায় ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার প্রশিক্ষণ সম্পন্ন

জি.এম আবুল হোসাইন / ৪১৬
প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর সুপারভাইজার ও গণণাকারীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। ৪দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম দিন শনিবারে ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় প্রশিক্ষণে সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৩জন সুপারভাইজার ও ৮০জন গণণাকারী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনার বিভাগের অধীনে জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

প্রশিক্ষণ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিসংখ্যান অফিস, সাতক্ষীরা’র উপ-পরিচালক মো. বছির উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. আব্দুল মজিদ, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলী বক্স প্রমুখ।

মাষ্টার ট্রেনার হিসেবে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন, জনশুমারি ও গৃহগণণা প্রকল্পের জোনাল অফিসার মোছা. শারমিন নাহার ও আইটি সুপারভাইজার মো. আসাদুল ইসলাম। উল্লেখ্য আগামী ১৫ জুন থেকে শুরু এবং ২১ জুন ২০২২ পর্যন্ত দেশব্যাপী প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ শুরু হবে।


এই শ্রেণীর আরো সংবাদ