HEADLINE
আসুন সবাই মিলে বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা দূর করি সাতক্ষীরায় ১৫টি যানবাহন ও ৬টি মুদি দোকানে জরিমানা সরসকাটি দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ বোর্ড সম্পন্ন দক্ষিণ ফিংড়িতে “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্থিতিশীলতার দিকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যুবলীগের অঙ্গীকার আসাদুজ্জামান বাবু এমপি হলে সকল মানুষ পাবে উপকার সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ১ সাতক্ষীরায় গলায় ফাঁ’স দিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহ’ত্যা কলারোয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে ইট ভাঙা গাড়ি উল্টে চালকের মৃ’ত্যু
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৩ পূর্বাহ্ন

ঝাউডাঙ্গায় ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার প্রশিক্ষণ সম্পন্ন

জি.এম আবুল হোসাইন / ৪৬৮
প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর সুপারভাইজার ও গণণাকারীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। ৪দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম দিন শনিবারে ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় প্রশিক্ষণে সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৩জন সুপারভাইজার ও ৮০জন গণণাকারী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনার বিভাগের অধীনে জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

প্রশিক্ষণ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিসংখ্যান অফিস, সাতক্ষীরা’র উপ-পরিচালক মো. বছির উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. আব্দুল মজিদ, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলী বক্স প্রমুখ।

মাষ্টার ট্রেনার হিসেবে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন, জনশুমারি ও গৃহগণণা প্রকল্পের জোনাল অফিসার মোছা. শারমিন নাহার ও আইটি সুপারভাইজার মো. আসাদুল ইসলাম। উল্লেখ্য আগামী ১৫ জুন থেকে শুরু এবং ২১ জুন ২০২২ পর্যন্ত দেশব্যাপী প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ শুরু হবে।


এই শ্রেণীর আরো সংবাদ