HEADLINE
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন : বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ৫ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত ৫ সাতক্ষীরা সীমান্তে নয়টি স্বর্ণের বার’সহ চোরাকারবারি আটক সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আশাশুনির কোপাত বাহিনীর প্রধান কারাগারে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় পলাতক আসামি যশোরে গ্রেপ্তার দেবহাটায় নদীতে কাঁকড়া ধরতে গিয়ে শিশুর ম’র্মা’ন্তিক মৃ’ত্যু সাতক্ষীরায় দু’বস্তা ফেনসিডিল’সহ মাদক কারবারি গ্রেপ্তার
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন

ফেসবুকে ভুয়া আইডি খুলে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি / ৪৫৪
প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

গত ৬ই অক্টোবর ও ৮ই অক্টোবর ‘ঝাউডাঙ্গা তৃণমুল আওয়ামী লীগ’ নামক একটি ভুয়া ফেসবুক আইডি থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এস এম শওকত হোসেন ও আমাকে জড়িয়ে ঝাউডাঙ্গা ইউপি নির্বাচনে আ.লীগের চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন নিয়ে আমাদের ব্যাক্তিগত চরিত্র হননের উদ্দেশ্য মিথ্যা বানোয়াট মনগড়া ও ষড়যন্ত্রমুলক পোস্ট দেওয়ায় আমি তার তীব্র নিন্দা, ঘৃনা ও প্রতিবাদ জানাচ্ছি। উল্লেখিত পোষ্টগুলোতে কেন্দ্রীয় আ.লীগ কতৃক চূড়ান্ত মনোনয়ন ঘোষিত হওয়ার আগেই মনোনয়ন বিক্রির যে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে তা অস্থির মস্তিকের পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশ আ.লীগের গঠনতন্ত্র মোতাবেক স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদের চুড়ান্ত মনোনয়ন প্রদান করবেন দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড, দলীয় গঠনতন্ত্র মোতাবেক আগ্রহী প্রার্থীগণ স্ব স্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক বরাবর আবেদন করবেন। ইউনিয়ন আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা আহবান করবেন এবং সর্বসম্মতি ক্রমে কমপক্ষে তিনজনে নাম মনোনয়নের জন্য সুপারিশ আকারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক বরাবর প্রেরণ করবেন, উপজেলা আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক বরাবর এবং জেলা আওয়ামী লীগ কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবর প্রেরণ করবেন এবং দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড বিভিন্ন সমীক্ষার ভিত্তিতে চুড়ান্ত মনোনিত ব্যাক্তির নাম ঘোষনা করবেন। সে মোতাবেক গত ১লা অক্টোবর বিকাল চার টায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক বর্ধিত সভা আহবান করেন। সেই সভায় সর্ব সম্মতিক্রমে সভাপতি ও সম্পাদকের উপর দায়িত্ব দিয়ে তালিকা তৈরি করে প্রেরণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু সভাপতি/সম্পাদকদয় আবেদিত ৪ জন প্রার্থীর নামের সিরিয়াল নিয়ে একমত হতে না পারায় কোন রকম রেজুলেশন ও ফরোয়ার্ডিং ছাড়ায় শুধুমাত্র আবেদন গুলো উপজেলা আওয়ামী লীগ বরাবর প্রেরণ করেন। যেহেতু দলীয় গঠনতন্ত্র মোতাবেক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এস এম শওকত হোসেনের এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে কোন প্রার্থীর পক্ষে সুপারিশের কোন সুযোগ নেই। তাই কেন্দ্রীয় আওয়ামী লীগ কতৃক চুড়ান্ত মনোনয়ন ঘোষনার আগেই আমাদের বিরুদ্ধে মনোনয়ন বিক্রির অভিযোগ তুলে উল্লেখিত ”ঝাউডাঙ্গা তৃণমুল আওয়ামী লীগ” নামক ভুয়া ফেসবুক আইডি থেকে বিভিন্ন রকম মিথ্যা বানোয়াট, ষড়যন্ত্রমুলক ও উদ্দেশ্যে প্রনোদিত পোষ্ট দেওয়ায় আমি তার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃনাভরে প্রত্যাখান করছি। আমি মনে করি এই ধরনের ষড়যন্ত্র মুলক, মিথ্যা ও ভীত্তিহীন পোষ্ট যিনি করছেন তিনি আগামী ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে যিনিই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হোকনা কেন তার বিজয় কে বাধাগ্রস্থ করার হীন উদ্দেশ্যে জামায়াত, বিএনপি’র হোমওয়ার্ক ষড়যন্ত্রের এজেন্ট হিসাবে কাজ করছেন। তাই এই ধরনের মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রমুলক পোস্ট যিনি দিচ্ছেন তাকে বিরত থাকার জন্য আহবান করছি।

প্রতিবাদকারী
প্রভাষক হাসান মাহমুদ রানা
সাংগঠনিক সম্পাদক, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগ


এই শ্রেণীর আরো সংবাদ