HEADLINE
৫ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত ৫ সাতক্ষীরা সীমান্তে নয়টি স্বর্ণের বার’সহ চোরাকারবারি আটক সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আশাশুনির কোপাত বাহিনীর প্রধান কারাগারে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় পলাতক আসামি যশোরে গ্রেপ্তার দেবহাটায় নদীতে কাঁকড়া ধরতে গিয়ে শিশুর ম’র্মা’ন্তিক মৃ’ত্যু সাতক্ষীরায় দু’বস্তা ফেনসিডিল’সহ মাদক কারবারি গ্রেপ্তার আমাদের সাতক্ষীরা জেলা উন্নয়নে অনেকটা অবহেলিত
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন

পরীমনির কাছে শ্রুতি খানের খোলা চিঠি

শ্রুতি খান / ২০১২
প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

পরীমনি তুমি নিজেও জানোনা তুমি কতটা সুন্দরী। কি নিষ্পাপ তোমার হাসি। কতটা মায়ার আদল তোমার গালে মুখে। চোখে এক মহাজাগতিক শক্তি৷ যারা একবার দেখেছে সেই খুন হয়েছে। তোমার মুখশ্রী যে অলৌকিতার স্পর্শে সাজানো গুছানো জাগতিক সমষ্টি। শতাব্দীর পর শতাব্দীতে এমন কেউ জন্মায়। এই জগত তোমার সৌন্দর্য কে না বুজলেও তুমি ও বুঝোনি। যদি বুঝতে তাহলে বলিউড হলিউডের নায়িকাদের মতন বডিগার্ড রাখতে। কোটি টাকা কামানোর যে দায় এসেছে হয়ত সেখান থেকে বডিগার্ড এর জন্য খরচ করতে। হয়ত তুমি সমস্ত টা কখনোই বুঝোনি। তোমার মূল্য কখনো পৃথিবীর সমতুল্য হতে পারেনা। তোমাকে দেখলে কবিতার রূপসি চাঁদ সামনে আসবে না। তোমার হাসির কাছে সমস্ত ফুল ঝড়ে পরবে তোমার পায়ে। তোমার জন্মই হয়েছে নায়িকা হবার জন্য। সব রকম যোগ্যতা থাকার পরেও তুমি অভিনেত্রী হয়ে উঠতে পারোনি। আসলে কেউ যদি তোমার ভালো চাইতো।সবার আগে তোমাকে গুনগত ও মানসম্পন্ন করে তৈরী করতো। সকলেই তোমাকে দিয়ে লাভবান হতে চেয়েছে। তোমাকে লাভবান করতে চায় নি কেউ। পরী শুনেছি তোমার মায়ের অপঘাতে মৃত্যু হয়েছিলো। তুমি খুব কম বয়সে এতিম হয়েছো। তোমাকে কিছু আপন জনেরা আকড়ে ধরে না রাখলে তোমাকে হয়ত আরো আগেই শিশু ধর্ষকের হাতে মরতে হতো। এটাও শুনেছি তোমার এলাকায় এক জন সাধারণ ছেলের সাথে বিয়ে হয়। দুই লাখ টাকা যৌতুক না দিতে পারায় তোমাকে তালাক দেয়। এখন যারা তোমাকে দেহ ব্যাবসায়ী বলে গালি দেয়।তারা কি এটা ভাবেনা? একজনকে বিয়ের নামে সামাজিক স্বীকৃতির সাথে দেহ দেয়ার পরেও তোমার যথাযথ মূল্যায়ন করেনি। তোমাকে তালাক দেয়া মানে একাধিক পুরুষের বৌ বা দেহ রক্ষি হতে দরজা খুলে দিয়েছিলো। তাদের কি এই ঘটানি হৃদয়ে কড়া নাড়তে পেড়েছে? পারেনি। তোমার মায়ের অপঘাতে মৃত্যুর জন্য তোমার বাবার বাড়ির সকলে দায়ী ছিলো। সমাজে এটাকে নারী নির্যাতন এবং হত্যা বলে জানে । তাই এই দেশের প্রতিটি নারীর অপঘাতে মৃত্যুতে তোমাকে হয়ত কাদাঁতো।তুমি কি কখনো সে সকল অধিকার বঞ্চিত নারীর কথা ভেবে প্রতিবাদ করেছো? আমাদের চোখে পরেনি হয়ত গোপনে কেঁদেছে তোমার হৃদয়। তুমি এতিম তাই দেখেছি বহু এতিম অনাথ গরীব বাচ্চাদের তুমি আদর মমতা দিয়েছো। এতো দিন কেউ তোমার সে সকল ছবি পোস্ট দিতে দেখিনি। বর্তমানে কিছু বিবেকে বাধ ভাংগা হৃদয়ের মানুষ সেসব খুঁজে খুঁজে প্রকাশ করছে। তুমি নিজের মাকে হারিয়ে যাকে মা বলে ডাকলে বিচার চাইলে। তোমার সেই কান্না মা বলে আকুতি করা মানুষটি তোমাকে কতটা শান্তনা দিতে পেরেছে? কেউ তোমার মা হওয়ার কথা চিন্তা ও করেনা। কিন্তু তোমার সরলতার সুযোগে তোমার হৃদয়টা ভেংগে টুকরো টুকরো করে দিতে পারে। পরী তুমি ভিতর থেকে নিরহংকারী সাদা মনের মানুষ যার মূল্য এই সমাজ কখনো দিবেনা। জেনেছি তুমি নাকি রেড ওয়াইন খাও শখের বসে খালি বোতল বাসায় সাজিয়ে রাখো। তুমি না জানলেও এই শহরের একতৃতীয়াংশ মানুষ জানে রেড ওয়াইন কোন এলকোহলের আওতায় পরেনা। এরা সাধারণ ফলের জুসের মতন মনে করা হয়। মিডিয়ার মানুষ গুলো বিশেষ করে গ্লামার বাড়াতে পান করে থাকে। অথচ বহু মানুষেরা বাইরে আরো ভয়ংকর নেশায় আসক্ত হয়ে আছে। যা কখনো ছাড়ানো বা প্রমান করে দেখানো সম্ভব না। তুমি নাকি এলএসডি ইয়াবাও সেবন করো। আমরা সকলেই জানি কিন্তু এখন কেউ বলবোনা কারন,যারা ক্ষমতার অপব্যবহার করে। তাদের জন্য দুধের সাথে চুন মিশানো খুব সহজ কাজ। তুমি সবসময় নিজেকে খুব ভালোবাসো তা সহজেই আন্দাজ করা যায়। যে কারনে শত কষ্টের পরেও নিজেকে আনন্দে রাখার চেষ্টা করো। জীবনকে উপভোগ করো দার্শনিকের মতন। তারপর ও সমাজ রাষ্ট্র অনেকটা দায়িত্ব নিয়েছে তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনার । পরী তুমি বলতো, আসলে সমাজের কাছে সঠিক পথ টা আসলে ঠিক কোনটা ? জেনেছি তুমি নাকি স্মৃতি থেকে পরীমনি হয়ে মহাভারত অশুদ্ধ করে ফেলেছো। তুমি জানো? ইমন নাম থেকে একজন সালমান শাহ হয়েছিলো! যিনি এখনো কোটি মানুষের হৃদয়ের রক্তক্ষরণ। বর্তমানে জনপ্রিয় সাকিব খানের নাম ও ছিলো রানা। আবার সাবানা সাবনূর শাবনাজ রোজিনা পপি সহ আরো অনেকেই সুন্দর সহজ নামে পরিচিত হয়েছে।কই কারো বিষয়ে তো কোন অভিযোগ শুনিনি। আবার জানতে পারলাম তোমাকে যারা মিডিয়াতে প্রতিষ্ঠিত হতে সহযোগিতা করেছিলো।তারাও নাকি জঘন্য অপরাধ করেছে। মিডিয়া শব্দের অর্থ যারা বুঝেনা। কি তাদেরকে কি করে বুঝাই বলো। মিডিয়া মানেই তো একে অন্যের সাথে কমিনিকেশন করে কাজ করা। মিডিয়ার কোন কাজ একা করা যায় না। তুমি নারী হয়ে অন্য নারী সহসঙ্গী নিয়ে বাইরে বার হওয়াতেও শুনেছি তুমি মেয়ের দালালী করো।আসলেই কি তোমার মতন পরী কারো সামনে গেলে অন্য কোন ভূত পেত্নি কারো নজরে পরে?ছোট্ট বেলায় জীবনে পরীদের অনেক গল্প শুনেছি। তখন বাস্তবে পরী দেখার জন্য অনেক জল্পনা কল্পনা করতাম৷। বাস্তবে তোমাকে দেখার পর কখনো পরী দেখার ইচ্ছে হয়নি। আজকাল শুনি পরীকে রেব বাহিনী আটক করেছে। আসলেই কি তাই নাকি পরীর রূপে উপর আছর পরেছে? তোমার নাকি জামিন ও হচ্ছে না রিমান্ডের পর রিমান্ড দিচ্ছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে আইনের দিকে চাতক পাখির মতন তাকিয়ে থাকি। আমরা এমন বহু নিরপরাধ মানুষকে আইনের কাছে হেরে যেতে দেখেছি। পরী তুমি কি জানোনা এই দেশে ধর্ষিত হয়ে ছায় মাসের শিশু মারা গেলেও। তার ধর্ষকের বিচার চাইতে প্রেস ক্লাবের সামনে দাড়িয়ে বারবার ধর্ষিত হতে হয়। তুমি হয়ত জানোনা এই দেশে ধর্ষিতা বিচার চাইতে গিয়ে কত নারী প্রমান আর ধৈর্যের পরিক্ষা দিতে গিয়ে কত বার ধর্ষিত হয়েছে। নড়াইলের নারীকে ধর্ষন করতে না পারায় উচ্চ পর্যায়ের পুলিশ সমস্ত শরীরে এসিড মেরে পুড়িয়ে দিয়েছিলো। এইতো সেদিনের ঘটনা তুমি কি এসব দেখেও ভয়ে চুপ থাকতে পারলেনা? তুমি নাকি রাতে বাঘের মুখে নিজেই শিকার হতে ছুটে যাও। এই সমাজের লুলুপিত পুরুষ গুলো আসলে বাঘ তা জানতাম না। একজন রাজনৈতিক নেতার মুখে শুনেছি। পরী তুমি কি নিজেকে মানুষ মনে করো? মুনিয়া মৃত্যু তুমি ভুলে গেলে এতো সহজে? জানোনা ওকে জঘন্য ভাবে হত্যা করার পরেও তাকে ব্যাশ্যা পতিতার খেতাপ পেতে হলো। তার মৃত্যুর সকল প্রমান পাওয়ার পরেও কোন অপরাধী কে চিহ্নিত করতে পারেনি প্রশাসন। তাহলে বাঘের মুখে কেনো গিয়েছিলে? তুমি জানোনা এই সমাজ লুলুপিত মানুষরূপী বাঘকে স্বাধীন করে রেখ।

লেখকঃ শ্রুতি খান, কবি ও লেখক, ঢাকা।


এই শ্রেণীর আরো সংবাদ