সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:৪০ পূর্বাহ্ন

মজুদদারদের প্রতি

আকিব শিকদার / ৩৮৬
প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

কবিঃ আকিব শিকদার

রিক্সা চালাই, ক্লান্ত শরীর, আসি যখন বাড়ি
গিন্নি চেচায় আনতে বাজার, ভাত শূন্য হাঁড়ি।
গোমড়ামুখে ছেলের দাবি— কিনতে হবে বই
গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো! কই?

ক্ষুদ্রঋণের কিস্তি দিতেই হাড্ডি চর্ম—দেহ
জীবনযুদ্ধে যাচ্ছিল লড়ে, খোঁজ রাখে না কেহ।
বাজার জুড়ে জ্বলছে আগুন, পণ্যের দাম চড়া
চাল—ডাল—তেল মজুদ করে অভাব তৈরি করা।

মজুদদাররা গড়ছে দেখি আকাশ ছোঁয়া বাড়ি
বিদেশ থেকে আনছে কিনে বিলাসবহুল গাড়ি।
আম্মা আছে রোগসয্যায়, পারি না দিতে পথ্য
পাওনা টাকা করতে আদায় গালি শুনি অকথ্য।

দেখ রে চেয়ে, আসছে ধেয়ে নিরন্ন আর ভূখা সব
মজুতদাররা বাঁচতে হলে ভিনদেশেতে লুকা সব।
ও আদালত, আইনকারীগণ, বিচার করুন জলদি
না হয় গায়ে ছিটিয়ে দেব গুঁড়োমরিচ আর হলদি।

রাজনীতিটা ঠিকই বুঝি, কূটনীতিটাও মন্দ না
মরব তবু করবো না আর দুর্নীতিকের বন্দনা
জীবনটা কি এমনিভাবেই হেলায়—ফেলায় কাটবে রে!
সব অনিয়ম গুঁড়িয়ে দিতে বোমার মতই ফাটবো রে।


এই শ্রেণীর আরো সংবাদ