HEADLINE
ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশের ফেরার সময় ইমিগ্রেশনে পাসপোর্টযাত্রীর মৃত্যু দেবহাটা প্রেসক্লাবের বার্ষিক সভায় বর্তমান কমিটির মেয়াদ বর্ধিত; সদস্য অন্তর্ভূক্তির লক্ষ্যে উপ-কমিটি ঝাউডাঙ্গায় ৭১ সালের বালিয়াডাঙ্গা যুদ্ধের স্মৃতি চারণে আলোচনা সভা ৪র্থ বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কলারোয়ার যুগিখালীর ইউপি সদস্য মফিজুল সাংবাদিক আজিজুল’র মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক সমিতির গভীর শোক সাতক্ষীরায় ধানক্ষেতে ইঁদুর মারা বিদ্যুতের ফাঁদে জড়িয়ে দু’জনের মৃত্যু বাংলাদেশ ভারত এর বন্ধুত্ব বিশ্বে রোল মডেলঃ নৌ-পরিবহন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় গোপন বৈঠক কালে জামায়াতে ইসলামীর ১০ মহিলা নেতাকর্মী আটক ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা উপলক্ষে মাধবকাটি বলফিল্ড মাঠে উৎসবের আমেজ পরীক্ষার সময় পরিবহন চলা নিয়ে নিশ্চিত নয় জবির পরিবহন পুল
সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৯ পূর্বাহ্ন

কাজের মদ্যি মানুষ বাঁচে

অলোক বসু বাপী / ১৩৪
প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

(উৎপল দে’কে উৎসর্গ করে আঞ্চলিক কবিতা)
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
অলোক বসু বাপী

কতায় কি আর চিড়ে ভেজে
কাজ করতি হয়,
ভাল কাজ করতি গেলি
সবাই পাছে লাইগে রয়।

ভালো কাজ করতি গেলি
টাহা লাগেনা
কাজ পাগল মানুষ গুলোন
থাইমে থাহেনা।

চারুপীঠির পরিচালক
যাও উৎপলের কাচে
ভালো কাজ নিয়ে দ্যাহো
একাল মাইতে আছে!

গাছ পুতা তিরান দিয়া
নজর চারিদিরি,
হনুমানের খাবার দেলে
তাও ফিরি ফিরি!

আঁকার ইসকুল চালাচ্চে
ছাইলে মাইয়ে নিয়ে,
গোরিব দুখির সিবা কইরতেচ
বাড়ি বাড়ি যাইয়ে।

এই সব কি সবাই পারে?
সবাই পারেনা,
ভাইগো তুমি আইগোই যাও
থাইমে থাইহে না।

তুমি যিরাম স্বপ্পোন দ্যাহো
চারুপীঠ নিয়ে,
তা তুমার সত্তি হবে
গ্যালাম আমি কইয়ে।

কেউ থাহেনা পিঁতিবিতি
বাইচে চিরকাল,
মইরে গেলিউ থাইহে যাবে
তুমার কাজের ফল।


এই শ্রেণীর আরো সংবাদ