HEADLINE
সাতক্ষীরায় অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন বর্তমান বিশ্বে মানবধিকার বিপর্যয়ের মুখে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে কঠোর ব্যবস্তaবিভাগীয় কমিশনার খুলনা সাতক্ষীরায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারি আটক সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আটক চোরাচালানের স্বর্গরাজ্য এখন সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা! ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মৃ*ত্যু
রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৩৮ পূর্বাহ্ন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে স্বক্রিয় কর্মীদের ২দিন ব্যাপী প্রশিক্ষণ

জি.এম আবুল হোসাইন / ৭৬২
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে স্বক্রিয় কর্মীদের ২দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারি সংস্থা সি.ডব্লিউ.সি.এস এর আয়োজনে উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অগ্রগতি সংস্থার ট্রেনিং রুমে আয়োজিত প্রথম দিনে রবিবার সকাল ১০টায় প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।


আশ্বাস প্রকল্পের মাধ্যমে মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী পুরুষদের জন্য মানব পাচার প্রতিরোধে স্বক্রিয় কর্মীদের নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন, আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আসাদুজ্জামান রিপন। সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন, কাউন্সিলর তামান্না আন্জুমান, মরিয়ম খাতুন, সোস্যাল মোবিলাইজার মো. মাহমুদুল হাসান, আছিয়া খাতুন প্রমুখ।


সমাপনী দিনে স্বাগত বক্তব্য রাখেন, সি.ডব্লিউ.সি.এস এর আশ্বাস প্রকল্পের লিয়াজো অফিসার রুহুল আমিন।
বিভিন্ন এলাকা থেকে আগত অংশগ্রহণকারী ২০জন সিটিপ সদস্য এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।


এই শ্রেণীর আরো সংবাদ