HEADLINE
ডেঙ্গু প্রতিরোধে একমাত্র উপায় জনসচেতনতা কবিতা: শরৎ মাখা শারদীয়া কেশবপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবককে কারাদন্ড পাটকেলঘাটায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় পিতাকে পি’টিয়ে হ’ত্যা ক্যান্সারে আক্রান্ত জাহানারা বাঁচতে চায় সাতক্ষীরায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত কারাগারে পড়াশোনায় ভালো করার জন্য ৫টি কার্যকরী গাইড লাইন দেশকে অন্ধকারে ঠেলে দিতে না চাইলে আবারও নৌকায় ভোট দিন : সাতক্ষীরায় জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে সম্মাননা ক্রেস্ট প্রদান শিশুর প্রথম এক বছর: শিক্ষার ভিত্তি স্থাপন
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৩ অপরাহ্ন

জনগণের ক্ষতি করে কোনো কাজ করা যাবে না- ঝাউডাঙ্গায় বেত্রবতী নদী খনন কাজ পরিদর্শনে এমপি রবি

মোমিনুর রহমান সবুজ / ২৬৪
প্রকাশের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত বেত্রাবতী নদী খননের ভেড়িবাধের মাটি কাটা ও জমি এবং রাস্তা নষ্ট হওয়ায় ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিকালে ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর রাজবাড়ী শ্মশান এলাকায় গিয়ে এলাকাবাসীর অভিযোগের কথা শোনেন। এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, “এলাকার রাস্তা এবং জনগণের ক্ষতি করে কোন কাজ করা যাবে না।সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে করোনাকালীন সময়ে বিশেষ একনেকের সভায় এই বেত্রাবতী নদীসহ কয়েকটি নদী ও খাল খননে বরাদ্ধ দেন জননেত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, সোহরাব হোসেন সাজু প্রমুখ। এসময় দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।


এই শ্রেণীর আরো সংবাদ