HEADLINE
কবিতা: উন্নয়নের শপিংমল বাংলাদেশি কমিউনিটি ইন সাইপ্রাসের নতুন কমিটি ঘোষণা পাঁচ টাকা নিয়ে কথা কাটাকাটি, ভ্যান চালকের ঘুষিতে যাত্রীর মৃত্যু ভোমরা বন্দরে পেঁয়াজ মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা সাতক্ষীরা কারাগারে আসামির মৃত্যু! ঝাউডাঙ্গায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা, বাসের ১০ যাত্রী আহত কলারোয়া ফুটবল মাঠে আনন্দ মেলার নামে চলছে অবৈধ লটারির রমরমা বাণিজ্য! কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত সাতক্ষীরার নলতা শরীফে ৫৯ তম বার্ষিক ওরছ শুরু ৯ ফেব্রুয়ারি জনগণের ক্ষতি করে কোনো কাজ করা যাবে না- ঝাউডাঙ্গায় বেত্রবতী নদী খনন কাজ পরিদর্শনে এমপি রবি
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:২৫ অপরাহ্ন

কপিলমুনিতে চোলাই লিকুইড মদসহ আটক ২

প্রবীর জয়, কপিলমুনি প্রতিনিধি / ১০৫৩
প্রকাশের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১

কপিলমুনিতে চোলাই লিকুইড মদসহ দুইজনকে আটক করেছে হরিঢালী ক্যাম্প পুলিশ। আটককৃতরা পাইকগাছা বাতিখালী গ্রামেই আকাম গাজীর পুত্র আজিজুল হাকিম (৩০) ও একই সার্কিনের কাশেম তালুকদারের পুত্র সিরাজুল ইসলাম (৩২)। এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। যার নং-২৪, তারিখ-২১/০৭/২০২১।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার (২০ জুলাই) রাত্র আনুমানিক ৯ টার দিকে উপজেলার হরিঢালী ক্যাম্প পুলিশের এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে রহিমপুর বাজার এলাকায় অবস্থান নেয়। এসময় গোপন খবরের তথ্য মতে সন্দেহজনক ভাবে আজিজুল ও সিরাজুলকে গতিরোধ করে পুলিশ। এরপর তাদের দেহ তল্লাশির একপর্যায়ে তাদের নিজ হেফাজতে প্যান্টের কোমরের সাথে লুকিয়ে রাখা কোমল পানীয় একটি ক্লেমন ও দুটি স্প্রীডের বোতল ভর্তি চোলাই (বাংলা) মদ উদ্ধার পূর্বক তাদেরকে আটক করে। এ ব্যাপারে হরিঢালী ক্যাম্প পুলিশের এএসআই কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের নিকট থেকে তিনটি বতোল ভর্তি ৮০০ গ্রাম বাংলা চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এঘটনায় তাদের বিরুদ্ধে পাইকগাছা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। যার নং-২৪, তারিখ-২১/০৭/২০২১।


এই শ্রেণীর আরো সংবাদ