HEADLINE
সাতক্ষীরায় অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন বর্তমান বিশ্বে মানবধিকার বিপর্যয়ের মুখে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে কঠোর ব্যবস্তaবিভাগীয় কমিশনার খুলনা সাতক্ষীরায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারি আটক সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আটক চোরাচালানের স্বর্গরাজ্য এখন সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা! ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মৃ*ত্যু
রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:০৮ অপরাহ্ন

সাতক্ষীরায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আব্দুল কাদের, শ্যামনগর / ২৬২
প্রকাশের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

সাতক্ষীরার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। রোববার (৩০ অক্টোবর) সকালে উপজেলার সোনার মোড় সংলগ্ন মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পিতা মনসুর আলী জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় পুত্র লোকমান হোসেন ও ছোট পুত্র মোশারফ হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার সকালে ফজরের নামাজের পর বড়ভাই লোকমান হোসেনের সাথে ছোট ভাই মোশারফের হোসেনের কথা কাটাকাটির এক পর্যায়ে মোশারফ হোসেন তার বড় ভাই লোকমান হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনা স্থলেই বড় ভাই লোকমান জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, প্রাথমিকভাবে আমরা জেনেছি জমিজমা সংক্রান্ত বিরোধীদের জেরেই এ হত্যাকাণ্ড । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।


এই শ্রেণীর আরো সংবাদ