HEADLINE
সাতক্ষীরায় ১৫টি যানবাহন ও ৬টি মুদি দোকানে জরিমানা সরসকাটি দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ বোর্ড সম্পন্ন দক্ষিণ ফিংড়িতে “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্থিতিশীলতার দিকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যুবলীগের অঙ্গীকার আসাদুজ্জামান বাবু এমপি হলে সকল মানুষ পাবে উপকার সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ১ সাতক্ষীরায় গলায় ফাঁ’স দিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহ’ত্যা কলারোয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে ইট ভাঙা গাড়ি উল্টে চালকের মৃ’ত্যু বাবুলিয়ায় বি.বি ইটভাটা ধ্বংস, এস.বি.এল ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:২১ পূর্বাহ্ন

ঝাউডাঙ্গায় ইউপি নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের মারপিটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৭৭৩
প্রকাশের সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১

১১ই নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পারছে প্রার্থীরা। এরই মধ্যে শনিবার (৬ নভেম্বর) সকালে উত্তর পাথরঘাটার গোলদার পাড়া ও দক্ষিণ পাথরঘাটা এলাকায় স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের লিফলেট ছিনিয়ে নেয়া ও কর্মী সমর্থকদের মারপিট করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঝাউডাঙ্গা ইউপির মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম বলেন, সকালে সাত-আটজন আমার কর্মী সমর্থক উত্তর ও দক্ষিণ পাথরঘাটা এলাকায় লিফলেট বিতরণের জন্য যায়। উত্তর পাথরঘাটার গোলদারপাড়ায় লিফলেট বিতরণকালে হঠাৎ আচমকা নৌকা প্রতীকের সমার্থক আব্দুল মাজেদ, তানজের মাষ্টার, ফজলুসহ কয়েকজন আমার কর্মী সমার্থক আব্দুল হামিদ শেখ, হালিমা, চায়না, জাহানারা, তারা বানুসহ কয়েকজনকে মারপিট করে তাদের কাছে থাকা লিফলেট ও মহিলাদের কাছে থাকা ব্যাগ পুকুরের পানিতে ছুড়ে ফেলে দেয় ও তাদেরকে হুমকি ধামকি দেয়। ঘটনা জানা মাত্রই তাৎক্ষণিক আমি প্রশাসনকে অবহিত করেছি। তাছাড়া এঘটনায় থানায় এজাহার দায়ের প্রস্তুতি চলছে। শুধু অবাধ, সুষ্ঠু বিচার ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। তবে নৌকা প্রতীকের সমার্থকেরা এসব অভিযোগ অস্বীকার ও মিথ্যা বলে আখ্যায়িত করেছেন।

এবিষয়ে জানতে ঝাউডাঙ্গা ইউপির নৌকা প্রতীকের প্রার্থী আজমল উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও একাধিকবার ফোন দিয়েও তার ফোন রিসিভ হয়নি। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। কোনো সংঘাতে না জড়ানোর জন্য উভয় নির্বাচনী প্রার্থী ও কর্মী সমার্থকদের শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


এই শ্রেণীর আরো সংবাদ