HEADLINE
সাতক্ষীরার পর এবার মাগুরার সিভিল সার্জনের বিরুদ্ধে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ! কলারোয়ায় এক কৃষকের ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন : বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ৫ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত ৫ সাতক্ষীরা সীমান্তে নয়টি স্বর্ণের বার’সহ চোরাকারবারি আটক সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আশাশুনির কোপাত বাহিনীর প্রধান কারাগারে
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

ঝাউডাঙ্গা ইউপিতে নৌকার নির্বাচনী জনসভায় ভোট চাইলেন নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক / ৬৬০
প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

আগামী ১১ নভেম্বর ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০শে অক্টোবর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউপি নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ভূমি অফিস কার্যালয়ের সামনে ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও পুনরায় নৌকার মনোনীত প্রার্থী আজমল উদ্দীনের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

এ সময় ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আবু মোতালেব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম। তিনি বলেন, আজমল উদ্দীন প্রধানমন্ত্রীর নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী, শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে নির্বাচিত করতে হবে। ঝাউডাঙ্গা ইউনিয়ন উন্নয়নে নৌকার বিকল্প নেই। আগামী ১১ নভেম্বর নৌকার ভোট দিয়ে আজমল উদ্দিন’কে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা আ.লীগের সদস্য ও সদর উপজেলার আ.লীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন প্রমুখ। এ সময় আরো বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ঝাউডাঙ্গা ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ আজমল উদ্দিন তিনি তার বক্তব্যে বলেন, আপনাদের সুখে দু:খে পাশে থেকে আপনাদের হক আপনাদের ইউনিয়ন পরিষদের সেবা আপনাদের দোর গোঁড়ায় পৌছে দিয়েছি। বিগত ১৯ বছর চেয়ারম্যান ছিলাম কখনো জনগনকে ট্যাক্স দিতে হয়নি। আবারও যদি নির্বাচিত হতে পারি আমার এ অঙ্গিকার অটুট থাকবে। জনসভায় ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে দলমত নির্বিশেষে হাজারো কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলার আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা।


এই শ্রেণীর আরো সংবাদ