HEADLINE
কবিতা: উন্নয়নের শপিংমল বাংলাদেশি কমিউনিটি ইন সাইপ্রাসের নতুন কমিটি ঘোষণা পাঁচ টাকা নিয়ে কথা কাটাকাটি, ভ্যান চালকের ঘুষিতে যাত্রীর মৃত্যু ভোমরা বন্দরে পেঁয়াজ মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা সাতক্ষীরা কারাগারে আসামির মৃত্যু! ঝাউডাঙ্গায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা, বাসের ১০ যাত্রী আহত কলারোয়া ফুটবল মাঠে আনন্দ মেলার নামে চলছে অবৈধ লটারির রমরমা বাণিজ্য! কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত সাতক্ষীরার নলতা শরীফে ৫৯ তম বার্ষিক ওরছ শুরু ৯ ফেব্রুয়ারি জনগণের ক্ষতি করে কোনো কাজ করা যাবে না- ঝাউডাঙ্গায় বেত্রবতী নদী খনন কাজ পরিদর্শনে এমপি রবি
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:৫৭ অপরাহ্ন

ঝাউডাঙ্গায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা, বাসের ১০ যাত্রী আহত

মোমিনুর রহমান সবুজ / ২০২
প্রকাশের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

মোমিনুর রহমান সবুজ: যশোর-সাতক্ষীরা মহাসড়কের ঝাউডাঙ্গায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের মুখোমুখি বাসের সংঘর্ষে শিশুসহ বাসের ১০ যাত্রী গুরুতর আহত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দীপিকা দাশ নামে ৫ বছরের এক শিশুর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে যশোরের শার্শা থানার নিতাই দাশের মেয়ে। এছাড়া আহত বাকীরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে যশোর অভিমুখে যাওয়ার সময় আফজাল কুরিয়ারের একটি কাভার্ড ভ্যানের ড্রাইভার কাভার্ড ভ্যানটি (যশোর-ট ১১-৩১৩৩) রাস্তার ধারে রেখে মসজিদে নামাজ আদায় শেষে সবেমাত্র গাড়ীতে উঠে। এসময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির বাস (যশোর-জ ১১-০০৬৭) নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সজোরে ধাক্কা মারে। এতে কাভার্ড ভ্যান ও বাস দুটিই দুমড়ে মুচড়ে যায়। এসময় যশোর-সাতক্ষীরা মহাসড়ক দীর্ঘ ২ঘন্টা যানজটের কবলে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে যান চলাচল স্বাভাবিক করে।

সাতক্ষীরা সদর থানার এএসআই আব্দুল হামিদ জানান, দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে রাস্তা চলাচল উপযোগী করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এই শ্রেণীর আরো সংবাদ