মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৯:২২ পূর্বাহ্ন

পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই : আমজাদ হোসেন

নিজস্ব প্রতিবেদক / ৬৫২
প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

সবুজ গাছপালাই আমাদেরকে দান করে বেঁচে থাকার অপরিহার্য উপাদান অক্সিজেন। যে অক্সিজেন ছাড়া মানুষের এক মুহুর্তও বেঁচে থাকা সম্ভব নয়। তাই পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ যুব সংঘের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন এসব কথা বলেন। রবিবার ৮ আগস্ট বিকালে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি উত্তরপাড়া সরঃ প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে স্থানীয়দের মাঝে ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় ধাপে বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংগঠনের সভাপতি আব্দুল হামিদ শেখ’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক এইস. এম. কামাল হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবকাটি উত্তরপাড়া সরঃ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবীর লিটু, সাবেক সভাপতি বাবলু হোসেন, বাজার কমিটির সভাপতি আবুল খায়ের বিশ্বাস, মাষ্টার মফিজুর রহমান, সাংবাদিক এস. এম. আবু রায়হান, কামরুজ্জামান, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলী রাজ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পদক হাসিব হোসেন, অর্থ সম্পাদক ইউসুফ হোসেন, সদস্য মেরিনা পারভীন, বিথী খাতুন, প্রমিতা ঘোষ, রোকনুজ্জামান, মুন্না হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এই শ্রেণীর আরো সংবাদ