HEADLINE
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অভিযোগ করে বিপাকে পরিবার সাতক্ষীরায় প্রায় ৩ কোটি টাকার এলএসডি ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ভোমরা স্থলবন্দর দিয়ে সাড়ে ৩শ’ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়লো ৩শ কেজির শাপলা মাছ সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে নারীর ভূমিকা সাতক্ষীরায় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ ঔষধ জব্দ, আটক ২ আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র সুন্দরবনে পর্যটকসহ সকল ধরনের প্রবেশ ৩ মাসের জন্য বন্ধ সাতক্ষীরা পৌর মেয়র চিশতীকে দায়িত্বভার বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:২০ অপরাহ্ন

ঝাউডাঙ্গায় যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোমিনুর রহমান সবুজ / ৭৩৮
প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

দেশের প্রথম ও সর্ববৃহৎ যুব সংগঠন আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের আয়োজনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭২ সালে ১১ নভেম্বর শেখ ফজলুল হক মনি মুক্তিযুদ্ধের অন্যতম এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। গত ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ঐদিন ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতায় বিলম্ব ঘটে। তারই লক্ষে বুধবার ২৪শে নভেম্বর সন্ধায় ঝাউডাঙ্গা ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ আব্দুল রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, বিশেষ অতিথি সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সোহরাব হোসেন সাজু, ইউনিয়ন আ.লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অশোক কুমার ঘোষ, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জয়দেব কুমার ঘোষ, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল ইসলাম, সোহাগ হোসেন, যুবলীগ নেতা শিপন হোসেন, দিদারুল ইসলাম, আতাউর রহমান, শেখ ফজলুল হাসান, শরিফুল ইসলাম বাবু, জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগ নেতা জাকির হোসেন, রাজু ঘোষ, দেবাশীষ রানা, পিকুল হোসেন, উজ্জ্বল ঘোষসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের হাজারও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্যে বক্তারা বলেন, ‘যুবলীগের চেয়ারম্যান শেখ পরশের নেতৃত্বে যুবলীগ আরও বেশি শক্তিশালী হবে। ঐতিহাসিকভাবে যুবলীগ সবসময় বিভিন্ন অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে ভূমিকা রেখেছে আগামীতেও রাখবে। তাছাড়াও শেখ হাসিনার সরকার দেশ পরিচালনা করছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে। এর পাশাপাশি চাঁদাবাজ, সন্ত্রাসী, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে জড়িতরা যেন যুবলীগে আসতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানানো হয়’। অনুষ্ঠানের শুরুতেই মেহেদী হাসানের কোরআন তেলওয়াত ও সৌরভের গীতাপাঠ দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগ নেতা বনি আমিন।

কেক কাটার মুহূর্তে


এই শ্রেণীর আরো সংবাদ