HEADLINE
আসুন সবাই মিলে বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা দূর করি সাতক্ষীরায় ১৫টি যানবাহন ও ৬টি মুদি দোকানে জরিমানা সরসকাটি দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ বোর্ড সম্পন্ন দক্ষিণ ফিংড়িতে “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্থিতিশীলতার দিকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যুবলীগের অঙ্গীকার আসাদুজ্জামান বাবু এমপি হলে সকল মানুষ পাবে উপকার সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ১ সাতক্ষীরায় গলায় ফাঁ’স দিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহ’ত্যা কলারোয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে ইট ভাঙা গাড়ি উল্টে চালকের মৃ’ত্যু
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৩০ পূর্বাহ্ন

ঝাউডাঙ্গা পল্লী বিদ্যুতের ডিজিএম’র পিতার মৃত্যু : শোকজ্ঞাপন

মোমিনুর রহমান সবুজ / ৫৯৮
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ঝাউডাঙ্গা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রকিবুল ইসলামের পিতা ফজলুল হক(৮০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ….রাজিউন)। মঙ্গলবার ৩ আগস্ট বিকাল চার ঘটিকায় মেহেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা জোনাল অফিসের ডিজিএম রকিবুল ইসলামের নিজস্ব বাড়ি মেহেরপুর জেলার গ্যাংনীয়। তার পিতা দীর্ঘদিন ধরে বাধ্যকজনিত নানা রোগে ভুগছিলেন বলে তিনি জানান। মৃত্যুকালে ফজলুল হকের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সকালে ফজলুল হকের নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার। তার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন ঝাউডাঙ্গা জোনাল অফিসে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ঝাউডাঙ্গা পাপড়ী এগ্রো লিঃ এর স্বত্বাধিকারীরা মাসুদুর রহমান ও তার সহধর্মিণী নূর নাহার বিউটি, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, মোমিনুর রহমান সবুজ প্রমূখ।


এই শ্রেণীর আরো সংবাদ