সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৫৪ পূর্বাহ্ন

জলাবদ্ধতা নিরসন ও বেতনানদী রক্ষার্থে ঝাউডাঙ্গায় এলাকাবাসীর মানববন্ধন

মোমিনুর রহমান সবুজ / ৭৯১
প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

”বেতনা বাঁচাও, মানুষ বাঁচাও, বাঁচাও সাতক্ষীরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা তথা জেলাবাসীকে জলাবদ্ধতা নিরসন ও বেতনানদী পুনঃখননের দাবিতে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৯শে সেপ্টেম্বর বিকালে স্থানীয় এলাকাবাসীদের আয়োজনে ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ যুব সংঘের সার্বিক তত্বাবধানে ঝাউডাঙ্গা বাজারের দক্ষিণ মাথার ভাংড়া খাল অভিমুখ থেকে র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বেতনানদীর উপর নির্মিত পাথরঘাটা পাকা ব্রীজ সংলগ্নে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় হাতে বিভিন্ন শ্লোগান লেখা প্লাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী।

র‌্যালি

উক্ত র‌্যালি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম কামরুজ্জামান, পাথরঘাটা ওর্য়াড আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ, ঝাউডাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস হোসেন, মাধবকাটি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এস এম আবু রায়হান, ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আব্দুল হামিদ শেখ, সিনিয়র সহ-সভাপতি আলী রাজ হোসেন, সাধারণ সম্পাদক এইচ এম কামাল হোসেন, মেহেদী হোসেন, আবিদ হোসেন, এম এ এইচ নাফিস, রিফাত হোসেন, শাহিন, ইউসুফ, আকবর, আরাফাতসহ আরো অর্ধশত স্থানীয় এলাকাবাসীরা। এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, নদীর দুপাশে অবৈধ দখলদারদের দৌরাত্মে দিন দিন নদী সরু খালে পরিনত হচ্ছে। কচুরিপানায় পরিপূর্ণ হয়ে আছে পুরো নদী, পর্যাপ্ত জোয়ার-ভাটা না থাকায় প্রতিনিয়ত জলাবদ্ধতার কবলে পড়তে হচ্ছে স্থানীয়দের। এ থেকে পরিত্রাণ পেতে জলাবদ্ধতা নিরসনে বেতনানদী রক্ষার্থে নদী পুনঃখননের দাবিতে জানান মানববন্ধনে বক্তারা। এসব থেকে পরিত্রাণ পেতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসি।


এই শ্রেণীর আরো সংবাদ